Shruti Das

“জন্মদিনের উদ্‌যাপন, না কি ফুলশয্যা?” শ্রুতির নতুন ছবি দেখে ধেয়ে এল কটাক্ষ

শ্রুতি দাসকে এই মুহূর্তে ‘পাখি’ নামেই চেনেন দর্শকরা। প্রতি দিন নিত্যনতুন পোস্ট করতে থাকেন নায়িকা। এ বার তাঁর নতুন ছবি দেখে শুরু হয়েছে সমালোচনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১২:৫১
Zee Bangla Ranga Bou serial actress Shruti Das.

অভিনেত্রী শ্রুতি দাস। ছবি: সংগৃহীত।

গোটা খাট সাজানো ফুলের পাপড়িতে। চারদিক শুধু ফুলে সাজানো। আর মাঝে বসে ‘রাঙা বউ’ সিরিয়ালের ‘পাখি’ অর্থাৎ শ্রুতি দাস। ৩০ সেপ্টেম্বর জন্মদিন গিয়েছে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে আইনি ভাবে বিয়ের পর এটাই নায়িকার প্রথম জন্মদিন। ফলে তোড়জোড়ও ছিল তেমনই। কেক, ফুল, খাওয়াদাওয়া— এক কথায় বলা যায়, এলাহি আয়োজন। যদিও জন্মদিনের বেশি ছবি দেখা যায়নি। এখন ধীরে ধীরে ছবি পোস্ট করছেন অভিনেত্রী। ফুল দিয়ে সাজানো নায়িকার বিছানার ছবি দেখেই শুরু কটাক্ষ। আগেও নানা কারণে নায়িকাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। প্রথম দিকে তাঁর গায়ের রং নিয়েও বিস্তর সমালোচনা হয়। যদিও কখনও কারও কথায় খুব বেশি গুরুত্ব দেননি অভিনেত্রী। প্রতিটি পরিস্থিতিতে নিজের মত স্পষ্ট করেছেন। এ বারও ছবি পোস্ট করার পর যেমন ইতিবাচক মন্তব্য এসেছে, তেমনই একের পর এক এসে চলেছে নেতিবাচক মন্তব্যও।

Advertisement

শ্রুতির ছবিতে দু’জন মন্তব্য করেছেন, “এটা কি ফুলশয্যার ছবি, না কি জন্মদিনের?” আবার কেউ লিখেছেন, “আপনার আদিখ্যেতা যেন বেড়েই চলেছে।” কারও কারও মন্তব্য, “ব্যক্তিগত ছবি তো নিজের কাছেই রাখতে পারেন। এমন সব ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার কি কোনও মানে আছে?” তবে, কাউকে কোনও উত্তর দেননি শ্রুতি।

এই মুহূর্তে পরিবার এবং কাজ, দুটোই তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। কে কী মন্তব্য করল, তা নিয়ে ভাবার কোনও ইচ্ছা নেই তাঁর। কয়েক মাস আগে লোকচক্ষুর আড়ালে কাউকে কিছু না জানিয়ে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তবে সামাজিক বিয়ে সারতে এখন ঢের দেরি। শোনা যাচ্ছে, দু’বছর পর সামাজিক ভাবে বিয়ের পরিকল্পনা রয়েছে শ্রুতির।

Advertisement
আরও পড়ুন