Zubeen Garg Death

জ়ুবিনের খ্যাতির প্রভাব পড়তে দেননি নিজের জীবনে, গায়কের মৃত্যুর পর কী অবস্থা স্ত্রী গরিমার?

জ়ুবিনের মৃত্যুতে জাতীয় শোকের অবস্থা অসমে। সারাজীবন অন্তরালেই থেকে এসেছেন জ়ুবিনের স্ত্রী। স্বামীর মৃত্যুতে কী অবস্থা গরিমা শইকীয়ার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩
জ়ুবিনের মৃত্যুতে ভেঙে পড়লেন স্ত্রী গরিমা।

জ়ুবিনের মৃত্যুতে ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। ছবি: সংগৃহীত।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মাত্র ৫২ বছরে প্রয়াত গায়ক জ়বিন গার্গ। ২০০৬ সালের ‘ইয়া আলি’ গান তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। প্রায় দুই দশক পরে, আজও সেই গান সমান জনপ্রিয়। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে জ়ুবিনের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না অনুরাগীরা। সারাজীবন অন্তরালেই থেকে এসেছেন জ়ুবিনের স্ত্রী। স্বামীর মৃত্যুতে কী অবস্থা গরিমা শইকীয়ার?

Advertisement

২০০২ সালে জ়ুবিনের সঙ্গে বিয়ে হয় গরিমার। গায়ক যখন ক্যামেরার সামনে মঞ্চ মাতাচ্ছেন, সেই সময় গরিমা থেকেছেন ক্যামেরার পিছনে। তিনি অসমের খ্যাতনামী পোশাকশিল্পী। এ ছাড়াও তিনি লেখিকা, সিনেমার প্রযোজক। একাধিক অসমিয়া ছবির প্রযোজনা করেছেন তিনি। গায়ক যখন সাফল্যের শীর্ষে ছিলেন, সেই সময়ও স্বামীর খ্যাতির তেজ সে ভাবে নিজের উপর পড়তে দেননি গরিমা।

জ়ুবিনের মৃত্যুর পর গায়কের বাড়ির বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে নাগাড়ে কেঁদে চলেছেন গরিমা। প্রায় অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা। বাড়িভর্তি আত্মীয়-পরিজন, তবু গরিমাকে শান্ত করা যাচ্ছে না। বাড়ির দরজার বাইরে বসে আছে গায়কের পোষ্য। সেও মনমরা, প্রায় বন্ধ খাওয়াদাওয়া। শুধু অশ্রুসজল চোখে মনিবের অপেক্ষায় সে।

Advertisement
আরও পড়ুন