Zubeen Garg demise

জ়ুবিনের জন্য ফুল-চাদরে মোড়া আসন! গায়কের বিশেষ দিনে প্রেক্ষাগৃহে চলবে না অন্য কোনও ছবি

অসমের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি। প্রতিটি প্রেক্ষাগৃহেই জ়ুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:১২
প্রতিটি প্রেক্ষাগৃহে জ়ুবিনের জন্য বিশেষ আসন!

প্রতিটি প্রেক্ষাগৃহে জ়ুবিনের জন্য বিশেষ আসন! ছবি: সংগৃহীত।

শুক্রবার মুক্তি পেল জ়ুবিন গার্গের শেষ ছবি ‘রই রই বিনালে’। গোটা দেশে গায়ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান রয়েছে তাঁর। তবে গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও অসমে জনপ্রিয় ছিলেন জ়ুবিন। প্রয়াত গায়ক তথা অভিনেতার শেষ ছবির মুক্তি নিয়ে তাই প্রথম থেকেই আবেগপ্রবণ ছিলেন অনুরাগীরা।

Advertisement

অসমের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি। প্রতিটি প্রেক্ষাগৃহেই জ়ুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল। অসমের সাবেক উত্তরীয় দিয়ে সাজানো হয় সেই আসনগুলি। তার উপরে রাখা হয় জ়ুবিনের ছবি। ফুল দিয়ে সেজে ওঠে ছবিগুলি।

‘রই রই বিনালে’ ছবিতে শুধু অভিনয়ই করেননি জ়ুবিন, ছবির গল্পও তাঁর লেখা। সঙ্গীত পরিচালনাও করেছিলেন তিনি। ছবি পরিচালনা করেন অসমের পরিচালক রাজেশ ভূঞা। জানা যাচ্ছে, শুক্রবার কেবল জ়ুবিনের এই ছবিটিই সমস্ত প্রেক্ষাগৃহে চলছে। এমনকি অন্য নতুন ছবি যেমন— ‘সিঙ্গল সালমা’, ‘দ্য তাজ স্টোরি’, ‘দ্য ব্ল্যাক ফোন ২’, ‘গু়ড বয়’ এই ছবিগুলিও চলছে না কোনও প্রেক্ষাগৃহে। সম্প্রতি পুনর্মুক্তি হয়েছে ‘বাহুবলী’র। সেটিও এই দিন কোনও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে না। ছবিটি নাকি বক্সঅফিসে ভাল ফল করবে, এমনই অনুমান অসমবাসীর। কারণ মুক্তির আগেই চোখে পড়ার মতো টিকিট বিক্রি হয়েছে।

ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জ়ুবিনের স্ত্রী গরিমা সমাজমাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। ছবিমুক্তি নিয়ে তাঁরও উচ্ছ্বাস রয়েছে। কিন্তু এই সবের মধ্যে সেই একই প্রশ্ন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে— ঠিক কী হয়েছিল ১৯ সেপ্টেম্বর?

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। মৃত্যুর তদন্ত চলছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কয়েক জন। তবে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন গায়কের অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন