Lung Cancer Signs

লিখতে গেলেই টনটনিয়ে উঠছে আঙুল, নখের চারপাশ ফুলে ঢোল, লক্ষণ দেখে বাত ভেবে এড়িয়ে গেলেই বিপদ

আঙুলের গাঁটে যন্ত্রণা, অস্বাভাবিক প্রদাহ, আঙুল ফুলে ওঠার মতো কিছু লক্ষণ ক্যানসারেরও হতে পারে। শুনতে অবাক লাগলেও সত্যি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১২:৩৪
Early Lung Cancer symptoms on fingers that you should not ignore

ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণ খুবই অস্বাভাবিক। ফাইল চিত্র।

দিনভর কম্পিউটারে বা ল্যাপটপে যাঁরা কাজ করেন, তাঁদের হাতের কব্জি, আঙুলে ব্যথা হওয়া স্বাভাবিক। তবে এমন কিছু ব্যথা হয়, যা দেখে অস্বাভাবিক বলেই মনে হয়। ধরুন, লিখতে যাচ্ছেন তখনই দেখলেন, আঙুলের প্রতিটি গাঁট শক্ত হয়ে উঠেছে, যন্ত্রণা অস্বাভাবিক। আবার দেখলেন, আঙুলের ডগায় নখের চারপাশ ফুলেফেঁপে উঠেছে। তখন মনে হতেই পারে দীর্ঘ ক্ষণ মাউস ধরে থাকার জন্য হচ্ছে, অথবা আঙুলে বাত হয়েছে। আসলে শরীরের কোথাও ব্যথাবেদনা বা প্রদাহ হলে, তাকে বাতই ভেবে ফেলেন অনেকে। উপসর্গ দেখেও এড়িয়ে যান। যে কারণে বিপদ ঘটে যায় নিঃশব্দে।

Advertisement

আঙুলের গাঁটে যন্ত্রণা, অস্বাভাবিক প্রদাহ, আঙুল ফুলে ওঠার মতো কিছু লক্ষণ ক্যানসারেরও হতে পারে। শুনতে অবাক লাগলেও সত্যি। ব্রিটেনের ন্যাশনাল হেল‌্‌থ সার্ভিস ও আমেরিকান ক্যানসার সোসাইটির গবেষণা বলছে, ফুসফুস ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণ আঙুলে ফুটে ওঠে। শ্বাসনালির উপরের অংশে যদি ক্যানসার কোষের বিভাজন শুরু হয়, তা হলে সেই প্রদাহের রেশ ছড়ায় প্রথমে কাঁধে। দুই কাঁধেই অসহ্য যন্ত্রণা হয়, ফ্রোজ়েন শোল্ডারের মতো উপসর্গ দেখা দেয়। তার পর ধীরে ধীরে হাত হয়ে আঙুলে যন্ত্রণা শুরু হয়। অনেকটা বাতের মতোই লক্ষণ দেখা দিতে থাকে।

কোন কোন লক্ষণ অস্বাভাবিক?

হাতের আঙুলের নখ বেঁকে যেতে শুরু করে। অনেক সময়ে নখ উল্টে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়।

নখের চারপাশের চামড়া ফুলেফেঁপে ওঠে। আঙুলের ডগার দিক ফুলে লাল হয়ে যায়। একে বলে ‘ফিঙ্গার ক্লাবিং’ যা ফুসফুস ক্যানসারের বড় লক্ষণ।

আঙুলের গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, হাত নাড়াতে কষ্ট হয়।

গোটা হাত জুড়েই প্রদাহ হয়, সেই সঙ্গে কাঁধেও যন্ত্রণা শুরু হয়।

ফুসফুসের ক্যানসার ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে এ দেশে। এর কারণ কেবল ধূমপান বা বাড়তে থাকা দূষণ নয়, ফুসফুসের ক্যানসারের আরও এক কারণ হল জিনের রাসায়নিক বদল। এমনই দাবি করা হয়েছে একাধিক গবেষণায়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ফুসফুসে এক বার ক্যানসার বাসা বাঁধলে তা কেমোথেরাপি বা রেডিয়োথেরাপিতেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এমনকি, ক্যানসার খুব দ্রুত ছড়িয়েও পড়ছে। এর কারণই হল বিশেষ কিছু জিন। যেহেতু বদলটা হচ্ছে জিনে, তাই ক্যানসারের নানা রকম উপসর্গ প্রকাশ পাচ্ছে। ফুসফুসের ক্যানসার মানেই যে কেবল শ্বাসকষ্ট বা শ্বাসের সমস্যা হবে, তা নয়। এমন কিছু লক্ষণ শরীরের নানা অঙ্গে দেখা দিচ্ছে, যা দেখে ক্যানসারের উপসর্গ বলে মনেই হবে না। সাধারণ সমস্যা ভেবেই এড়িয়ে যাচ্ছেন বেশির ভাগই। ফলে ক্যানসার কোষও তলে তলে ডালপালা মেলতে শুরু করছে। আমেরিকার ক্যানসার ট্রিটমেন্ট সেন্টারের চিকিৎসকেরা জানিয়েছেন, পিঠে ব্যথাও ফুসফুস ক্যানসারের উপসর্গ হতে পারে। দেখা গিয়েছে, অন্তত ২৫ শতাংশ ফুসফুসের ক্যানসারের রোগীই পিঠ, কাঁধ ও আঙুলের যন্ত্রণায় ভোগেন। তাই এমন ব্যথাবেদনা আচমকা শুরু হলে বা দীর্ঘ সময় ধরে হতে থাকলে দেরি না করে এক্স-রে ও এমআরআই করিয়ে নেওয়া জরুরি। এতেও ধরা পড়ে ক্যানসার কোষ শরীরে ছড়িয়ে পড়ছে কি না।

Advertisement
আরও পড়ুন