Liver Disease

লিভারের রোগ বাসা বাঁধছে? লক্ষণ ধরা পড়বে হাতে-পায়ে, কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?

লিভারের রোগ মানেই যে খালি অম্বল হবে বা পেট ব্যথা করবে তা নয়। এমন কিছু উপসর্গ আছে যা ফুটে ওঠে হাতে ও পায়ে। এই সব উপসর্গ আগে থেকেই জানান দেয় যে, লিভার ভাল নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৬:০৬
Early symptoms of liver disease that are seen in hands and feet

ফ্যাটি লিভার হয়নি তো, কী লক্ষণ দেখা দেবে হাতে ও পায়ে? ছবি: ফ্রিপিক।

লিভারের রোগ আগে থেকে বোঝা যায় না। অনেকেই ভাবেন, লিভারের অসুখ মানেই জন্ডিস হবে অথবা পেট ভার বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেবে। ঘন ঘন অম্বলও ভোগাবে। সব ক্ষেত্রে তা না-ও হতে পারে। লিভারের রোগের এমন কিছু উপসর্গ আছে যা ফুটে ওঠে হাতে ও পায়ে। সেই সব লক্ষণ দেখে বোঝা যাবে যে লিভার মোটেই ভাল নেই। লিভারে মেদ জমে যদি ফ্যাটি লিভারও হয়ে থাকে, তা হলেও এর উপসর্গ দেখা দিতে থাকবে হাতের পাতায়, পায়ের শিরায় ও নখে।

Advertisement

লিভারের রোগের কোন কোন উপসর্গ হাতে ও পায়ে ফুটে ওঠে?

হাতের তালুতে লালচে ভাব

দুই হাতের তালুতে লালচে ছোপ ফুটে উঠবে। তাতে কোনও জ্বালা বা চুলকানি হবে না। তবে হাতের তালু ফুলে উঠবে এবং লালচে ছোপ আরও বেশি ছড়াতে থাকবে। লিভারের রোগ হলে হরমোনগুলির ক্ষরণ অনিয়মিত হয়ে যায়। ফলে হাতের তালুর রক্তনালিগুলি প্রসারিত হয়, সেখানে প্রদাহ শুরু হয়। দুই হাতের তালুতেই যদি যন্ত্রণাহীন লালচে ছোপ দেখেন, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

নখের রঙে বদল

নখের রং দেখেও কিন্তু শরীরের হাল হকিকত বোঝা যায়। নখের রং যদি ফ্যাকাশে হয়ে যায় বা তাতে হলদেটে ছোপ ধরে, তা হলে সেটি আসন্ন রোগের ইঙ্গিত দেয়। তলে তলে শরীরে কী সমস্যা বাসা বাঁধছে, তা ধরা যায় অনেক আগেই। নখের রং যদি সাদাটে বা খুব ফ্যাকাশে হয়ে যায়, তা হলে বুঝতে হবে লিভারের সমস্যা শুরু হয়েছে। পাশাপাশি শরীরে আয়রনের মাত্রাও কমছে।

গোড়ালিতে কালচে ছোপ

পায়ে চুলকানি, গোড়ালি ফুলে ওঠা এবং পায়ের পাতা ও গোড়ালিতে কালচে ছোপ পড়লে বুঝতে হবে লিভারের রোগ বাসা বাঁধছে। লিভারের অসুখ হলে অনেক সময়েই শরীরের ধমনীগুলির উপর চাপ সৃষ্টি হয়। ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। বিশেষ করে লিভারে গভীর ক্ষত বা সিরোসিস হলে তখন হাতে, পায়ে জল জমা হতে থাকে। ফলে গোড়ালি ফুলে ওঠে, পায়ের ত্বকে কালচে ছোপ পড়তে থাকে। এই রোগকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে পেরিফেরাল ভাস্কুলার ডিজ়িজ়। এ ক্ষেত্রে ওজন কমে যাওয়া, খিদে কম হওয়া, অতিরিক্ত ক্লান্তির মতো লক্ষণও দেখা দেয়।

স্পাইডার ভেন

অনেক সময়েই দেখা যায় পায়ের পাতায় জালের মতো নীল বা সবুজ শিরা দৃশ্যমান। ওই ধরনের উপসর্গকে বলা হয় স্পাইডার ভেন। শরীরে ইস্ট্রোজেন হরমোন বাড়লে এমনটা হতে পারে। লিভারের অসুখ হলে হরমোনের তারতম্য ঘটতে থাকে। তাই ওই সময়ে এমন লক্ষণ দেখা দিতে পারে।

হাত-পায়ের অসাড়তা

মাঝেমধ্যেই হাত-পায়ে ব্যথা, অসাড়তার মতো সমস্যা হতে পারে। পায়ের শিরায় টান ধরা, পায়ের পাতায় সাড় না থাকা লিভারের রোগের লক্ষণ হতে পারে। হেপাটাইটিস সি বা অ্যালকোহলজনিত ফ্যাটি লিভারের ক্ষেত্রে হাত ও পায়ের স্নায়ু প্রভাবিত হয়। ফলে এমন লক্ষণ দেখা দিতে থাকে।

Advertisement
আরও পড়ুন