Winter Care Tips

শীতে ঘন ঘন অসুখে পড়ছেন? রোজের ডায়েটে ৫ রকম খাবার না রাখলে ভোগান্তি আরও বাড়বে

শীতের দিনে শরীর চাঙ্গা রাখতে প্রতিদিনের খাদ্যভ্যাসে কিছুটা বদল আনা জরুরি। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তেল-ঝাল-মশলার পরিবর্তে খাদ্যতালিকায় কোন কোন স্বাস্থ্যকর খাবার রাখলে উপকার পাবেন, রইল হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩
শীতের ডায়েটে কী কী রাখলে প্রতিরোধ ক্ষমতা বাড়বে?

শীতের ডায়েটে কী কী রাখলে প্রতিরোধ ক্ষমতা বাড়বে? ছবি: সংগৃহীত।

শীতের প্রকোপে জবুথবু অসস্থা রাজ্যবাসীর। দোকানে হিটার কেনার ভিড় জমেছে। এই সময়ে ঘরে ঘরে সর্দি-কাশি, জ্বরে ভুগছেন অনেকেই। শীতের দিনে শরীর চাঙ্গা রাখতে প্রতিদিনের খাদ্যভ্যাসে কিছুটা বদল আনা জরুরি। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তেল-ঝাল-মশলার পরিবর্তে খাদ্যতালিকায় কোন কোন স্বাস্থ্যকর খাবার রাখলে উপকার পাবেন, রইল হদিস।

Advertisement

কাঁচা হলুদ: কাঁচা হলুদ প্রদাহ-বিরোধী। এতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণ থাকায় যে কোনও রকম সংক্রমণের হাত থেকে শরীরে সুস্থ রাখে। শীত বলে নয়, সারা বছর সুস্থ থাকতে কাঁচা হলুদ খেতে পারেন।

তেতো খাবার: শীতকালে মরসুমি সংক্রমণের ঝুঁকি এড়াতে ডায়েটে বেশি করে উচ্ছে, করলা, মেথি শাক, চিরতার মতো তেতো খাবার রোজ ডায়েটে রাখুন।

রসুন: ফ্লু জাতীয় কোনও সমস্যা বা ভাইরাসজনিত রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় রসুন। শীতকালীন গলা ব্যথার হাত থেকেও নিস্তার দিতে পারে রসুন। সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া বেশ উপকারী। তবে কাঁচা রসুন খেতে সমস্যা হলে রান্নায় বেশি করে রসুন দিতে পারেন।

ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারী। কমলালেবু, পেয়ারা, স্ট্রবেরি, পেঁপে, পাতিলেবুর মতো ফল এবং শাকসব্জিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া থাকে। অনেকে আবার ভিটামিনের সাপ্লিমেন্টও খান। তবে চিকিৎসকরা বলেন, সাপ্লিমেন্টের বদলে ভিটামিন সমৃদ্ধ ফল ও সব্জি খাওয়াই বেশি উপকারী।

আদা: ভিটামিন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজে সমৃদ্ধ আদা বিপাক পদ্ধতিতে সক্রিয় ভূমিকা পালন করে। আদার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য বিভিন্ন সংক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে।

Advertisement
আরও পড়ুন