I-PAC ED RAID PROTEST

তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে থানায় নিয়ে গেল দিল্লি পুলিশ, ধস্তাধস্তির পর ‘লাইভ’ মহুয়ার

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে আইপ্যাক-অভিযানের প্রতিবাদে ধর্না-বিক্ষোভ করছিলেন মহুয়া-ডেরেকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৭
Advertisement

অমিত শাহের দফতরের সামনে তৃণমূল সাংসদদের সঙ্গে পুলিশি বচসা, ধস্তাধস্তি। আইপ্যাক-অভিযানের প্রতিবাদে চলছিল ধর্না-বিক্ষোভ। তৃণমূলের ধর্না চলাকালীন পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি প্রকাশ্যেই দেখা গিয়েছে। এর পরই তৃণমূল সাংসদের চ্যাংদোলা করে প্রিজ়ন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। সেই ঘটনায় পর ‘লাইভ’ করেন মহুয়া মৈত্র । বলেন, ‘দিদি বাঘিনী, আমরা সৈনিক। আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম। সেখানে অমিত শাহের পুলিশ গিয়ে আমাদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে তুলে এনেছে। প্রতি বার বিজেপি এটাই করে। বাংলার মানুষ এর জবাব দেবে।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement