‘বেলা ১’ নামে ওই তেলবাহী রুশ জাহাজটিকে বেশ কিছু দিন ধরেই অনুসরণ করছিল মার্কিন সেনা। মার্কিন উপকূল রক্ষী বাহিনীর চোখে তা নিষিদ্ধ জাহাজ। খবর পেয়ে, জাহাজ রক্ষায় নৌবহর পাঠিয়েছিলেন পুতিন। তবে রুশ প্রতিরোধ নস্যাৎ করেই তেলবাহী জাহাজের দখল নেয় মার্কিন সেনা। তা নিশ্চিত করেন মার্কিন স্বরাষ্ট্র দফতরের সচিব ক্রিস্টি নোয়েম।