‘সুনালীর মতো বাংলাদেশে পাঠিয়ে দেয় যদি’, এসআইআর-এ নাম ওঠার পরও চিন্তায় গুলশন কলোনি
গুলশন কলোনির প্রায় সব ভোটারেরই নাম উঠেছে এসআইআর-এর খসড়া তালিকায়। তাতেও দুশ্চিন্তা কাটছে না সংখ্যালঘু মহল্লার বাসিন্দাদের।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৫
Advertisement
গুলশন কলোনি না কি বাংলাদেশি, রোহিঙ্গাদের ঘাঁটি। বেশ কয়েক মাস ধরে প্রচার চালিয়ে গিয়েছে বিজেপি। বাইপাস-লাগোয়া সেই সংখ্যালঘু পাড়ায় প্রায় সব ভোটারেরই নাম উঠেছে খসড়া ভোটার তালিকায়। তবে এসআইআর পর্ব চলছে। এখনও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারেনি গুলশন কলোনি।