Setu Bandhasana

কোমরের মেদ ঝরাতে ওষুধ নয়, নিয়মিত অভ্যাস করুন ‘সেতু’, থাইরয়েডের সমস্যাও কমবে

সেতুবন্ধাসন এমন এক যোগাসনের পদ্ধতি যা পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। এই আসন অভ্যাস করলে যেমন মেদ ঝরবে, তেমনই থাইরয়েডের সমস্যা থাকলে তা-ও নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৯:০২
How to do Setu Bandhasana and what are the health benefits

সেতুবন্ধাসন কী ভাবে করবেন? চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

মেরুদণ্ডের শক্তি বাড়ানোর ব্যায়াম সেতুবন্ধাসন। যোগাসন প্রশিক্ষকেরা বলেন, ‘সেতুবন্ধ সর্বাঙ্গাসন’। পিঠ ও কোমরের পেশি নমনীয় করে তোলে এই আসন। নিয়মিত অভ্যাসে ব্যথা-বেদনা দূর হয়, মেদও কমে। পেটের চর্বি ঝরাতে খুবই উপযোগী এই ব্যায়াম।

Advertisement

কী ভাবে করবেন সেতুবন্ধাসন?

১) ম্যাটের উপরে টানটান হয়ে শুয়ে পড়ুন। দুই হাত দু’পাশে রাখুন।

২) এ বার হাঁটু ভাঁজ করে পা মুড়ে দুই পায়ের পাতা নিতম্বের কাছে আনুন।

৩) পিঠ ও কোমরের উপর ভর দিয়ে ধীরে ধীরে কোমর উপরে তুলুন।

৪) শরীর বাঁকাবেন না, কোমরের অংশটুকুই উপরে তুলতে হবে।

৫) ওই ভঙ্গিতে ২০ সেকেন্ডের মতো থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

কেন করবেন সেতুবন্ধাসন?

একটানা বসে কাজ করে যদি পিঠে ব্যথা হয় তা হলে এই আসন করলে উপকার পেতে পারেন।

পেটে ব্যথা, কোমরের যন্ত্রণা দূর করতে পারে এই আসন। নিয়মিত অভ্যাসে গ্যাস-অম্বলের সমস্যাও দূর হবে।

হাত ও পায়ের পেশি নমনীয় হবে।

থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বাড়ায় এই আসন।

পেটের মেদ কমাতেও নিয়মিত অভ্যাস করতে পারেন সেতুবন্ধাসন।

সতর্কতা

মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে এই আসন করা যাবে না।

হার্নিয়ার অস্ত্রোপচার হলেও এই আসন অভ্যাস করা উচিত হবে না।

অন্তঃসত্ত্বারা আসন অভ্যাসের আগে প্রশিক্ষকের পরামর্শ নেবেন।

Advertisement
আরও পড়ুন