Alzheimer's Medicine

অ্যালঝাইমার্সের নতুন ওষুধ আসছে দেশে, প্রতি মাসে একটি ইঞ্জেকশনেই সারবে ভুলে যাওয়ার রোগ!

ওষুধটির নাম ডোনানেমাব। তৈরি করেছে আমেরিকার ওষুধ নির্মাতা সংস্থা এলি লিলি। সূত্রের খবর, এই ওষুধটির এত দিন ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। রোগীদের শরীরে প্রয়োগ করে দেখা গিয়েছে, রোগের তীব্রতা অনেকটাই কমেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৫:৫৬
India clears its first disease-modifying Alzheimer\\\\\\\'s drug as demand for dementia care rises

অ্যালঝাইমার্সের রোগী সুস্থ হবেন, নতুন ওষুধ আসছে দেশে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বয়সকালে বলে নয়, কমবয়সেও চলে যাচ্ছে স্মৃতি। তালিকাটা দিন দিন লম্বা হচ্ছে। অ্যালঝাইমার্স মানেই যে কেবল ভুলে যাওয়ার রোগ, তা নয়। এতে রোগীর স্বভাব-বৈশিষ্ট্য, আচার-আচরণও বদলে যায়। এটি স্নায়ুর এমন এক জটিল অসুখ, যা এক বার থাবা বসালে নিরাময়ের আর কোনও উপায়ই থাকে না। স্মৃতির পাতা ধূসর হতে হতে হারিয়েই যায় এক সময়ে। তখন চোখের সামনে অতি আপনজনদেরও অচেনা মনে হয়। অ্যালঝাইমার্স নিয়ন্ত্রণে রাখার নানা চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা চলছে বিশ্ব জুড়েই। নিত্যনতুন ওষুধ নিয়ে আসার চেষ্টাও করছেন গবেষকেরা। নতুন একটি ওষুধ সম্প্রতি এ দেশেও অনুমোদন পেয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ওষুধটি এ দেশের বাজারেও বিক্রি হবে বলে জানা গিয়েছে।

Advertisement

ওষুধটির নাম ডোনানেমাব। তৈরি করেছে আমেরিকার ওষুধ নির্মাতা সংস্থা এলি লিলি। খবর, এই ওষুধটির এত দিন ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। রোগীদের শরীরে প্রয়োগ করে দেখা গিয়েছে, রোগের তীব্রতা অনেকটাই কমেছে। রোগীদের ভুলে যাওয়ার প্রবণতাও কমেছে, এবং অনেকেই নিজে থেকে সিদ্ধান্তও নিতে পারছেন। এর পরেই ওষুধটির জন্য অনুমোদন চাওয়া হয়। এ দেশের ড্রাগ নিয়ামক সংস্থা ওষুধটির ব্যবহারে সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে। এলি লিলির তরফে জানানো হয়েছে, আর কয়েক মাসের মধ্যেই ওষুধটি ভারতের বাজারেও চলে আসবে।

সাম্প্রতিক সময়ের বেশ কিছু গবেষণা বলছে, বাইপোলার ডিজঅর্ডার থেকে অ্যালঝাইমার্স হতে পারে। তবে অবসাদ থেকে যে হঠাৎ করে অ্যালঝাইমার্স দেখা দেবে, তা নয়। বিভিন্ন বিষয় এখানে কাজ করে। অবসাদ যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে এবং সঠিক চিকিৎসা না হয়, তখন মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। মস্তিষ্কের নানা জটিল রোগের ঝুঁকিও বাড়তে থাকে। অতিরিক্ত মানসিক চাপের কারণে ‘কগনিটিভ ডিজফাংশন’ হতে পারে। তখন ভুলে যাওয়ার সমস্যা বাড়ে। উদ্বেগের সঙ্গে ভুলে যাওয়াও ওতপ্রোত ভাবে জড়িত। তবে কেবল স্মৃতিশক্তি নয়, যুক্তি-বুদ্ধি দিয়ে কোনও কিছুর পরিকল্পনা করা, যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা, সমাজে মেলামেশা করার ক্ষমতা— এই সব কিছু নিয়েই কিন্তু কগনিটিভ ফাংশন। তাই অ্যালঝাইমার্সের রোগীর চিন্তাভাবনা গুলিয়ে যাবে, মেলামেশা করতে সমস্যা হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে থাকবে, কথাবার্তাও অসংলগ্ন হবে। এই সব সমস্যা ধাপে ধাপে দূর করবে নতুন ওষুধটি।

ডোনানেমাব এক ধরনের অ্যান্টিবডি, যা ইঞ্জেকশনের মাধ্যমে প্রতি মাসে রোগীকে দেওয়া হবে। তবে এ দেশে এই চিকিৎসার খরচ কেমন হবে তা এখনও জানা যায়নি। আমেরিকায় ডোনানেমাব থেরাপির খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ টাকার কাছাকাছি। এ দেশেও অ্যালঝাইমার্স রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, তাতে কম খরচে অ্যান্টিবডি থেরাপি আনা যায় কি না, তা খতিয়ে দেখা হতে পারে।

Advertisement
আরও পড়ুন