—প্রতিনিধিত্বমূলক ছবি।
পটনার জেহানাবাদের এক নিট পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে অসন্তোষ প্রকাশ মৃতের পরিবারের। ন্যায়বিচার না পেলে আত্মহত্যা করার হুঁশিয়ারি মৃত ছাত্রের পরিবারের।
সংবদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে বিহারের রাজধানী পটনার চিত্রগুপ্ত নগরের একটি হস্টেল থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বহুদিন কোমায় থাকার পর জানুয়ারির ১১ তারিখ তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নামে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল।
সিটের তরফ অনেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে যাঁদের মধ্যে মৃতার পরিবারের আত্মীয়স্বজনরাও রয়েছেন। তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। তদন্তকারী দলের তরফ থেকে দাবি করা হয়েছে যে মৃতের কাপড় থেকে বীর্যের নমুনা পাওয়া গিয়েছে। এই ঘটনায় সঙ্গে যৌন নির্যাতনের যোগ রয়েছে কি না তা আরও খতিয়ে দেখছেন তাঁরা।
তাঁদের এই তদন্তে অখুশি মৃত ছাত্রীর বাবা জানান যে, তাঁরা বিহার পুলিশের উপর ভরসা করছেন না, তাদের তদন্তের ধরন তাঁর পছন্দ হচ্ছে না। তদন্তের নামে বার বার তাঁদের হেনস্থা করা হচ্ছে।
তাঁর দাবি, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে এই দলটি গঠন করা হোক। ন্যায়বিচার না পেলে আত্মহত্যা করার হুঁশিয়ারিও দিয়েছেন মৃত ছাত্রীর বাবা।
অন্য দিকে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ এই ঘটনার ন্যয়বিচারের আশ্বাস দিয়ে জানান, সিটের তদন্ত সঠিক ভাবেই চলছে এবং খুব শীঘ্রই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যাবে। তদন্তকারী দলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে নস্যাৎ করে দিয়ে তিনি জানান, তারা যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছে।