Census 2027

এ বছর নয় জাতিগত গণনা, জনশুমারি নিয়ে ওঠা বিভান্ত্রির সমাধান করল স্বরাষ্ট মন্ত্রক

স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জনশুমারি ২০২৭ দু’টি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় থাকবে গৃহ তালিকা এবং আবাসনের শুমারি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:৩৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জনশুমারি ২০২৭-কে কেন্দ্র করে ভারতের নাগরিকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির দিশা দেখাল স্বরাষ্ট্র মন্ত্রক। তারা জানায় যে, চলতি বছরে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া দেশের আর কোনও রাজ্যে জাতি এবং সম্প্রদায় ভিত্তিক জনশুমারি হচ্ছে না।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জনশুমারি ২০২৭ দু’টি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় থাকবে গৃহ তালিকা এবং আবাসনের শুমারি। ঘরে ব্যবহৃত উপকরণ, বাড়িতে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, পরিবারের প্রধানের লিঙ্গ পরিচয়, খাদ্যশস্যের ধরন, মৌলিক ও আধুনিক প্রয়োজনীয় জিনিসপত্রের মতো একাধিক বিষয়ে ঘিরে তথ্য সংগ্রহ করা হবে সরকারের তরফ থেকে। অন্য দিকে, জনশুমারির দ্বিতীয় দফায় থাকবে জাত এবং জাতিগত গণনা। যার সূচনা হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে।

ফলে স্বারা্ষ্ট্র মন্ত্রকের তরফ জনশুমারি ২০২৭ কেন্দ্রীক চলতি বছরে নাগরিকদের জাত এবং জাতিগত গণনা নিয়ে কোনওরকম বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement
আরও পড়ুন