Social Media Ban

দেশে প্রথম, অস্ট্রেলিয়ার পথে হেঁটে ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করার ভাবনা ভারতের দুই রাজ্যের

রোহন জানান, অস্ট্রেলিয়ার আদলে একটি আইন তৈরির কথা ভাবা হচ্ছে, যেখানে ১৬ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলা হবে। তাঁর মতে, সমাজমাধ্যমে শিশুদের অতিরিক্ত সময়ে কাটানোর ফলে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে তার নেতিবাচক প্রভাব পড়ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:৩৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অস্ট্রেলিয়ার দেখানো পথে এ বার হাঁটতে চাইছে গোয়া সরকার। তারা ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, গোয়ার পর্যটন ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রোহন খাউন্টে জানিয়েছেন, অভিভাবকদের অভিযোগ এবং শিশুদের পড়াশোনায় মনযোগ বাড়াতে এই পদক্ষেপ করা হতে পারে। গোয়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকারও এই নিয়ে চিন্তাভাবনা করছে।

Advertisement

রোহন জানান, অস্ট্রেলিয়ার আদলে একটি আইন তৈরির কথা ভাবা হচ্ছে, যেখানে ১৬ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলা হবে। তাঁর মতে, সমাজমাধ্যমে শিশুদের অতিরিক্ত সময়ে কাটানোর ফলে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে তার নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে বেশি মনোযোগী করতে এই পদক্ষেপ জরুরি। গোয়ার তথ্যপ্রযুক্তি বিভাগ বর্তমানে এই বিষয়ের আইনি দিকগুলি খতিয়ে দেখছে। রোহন আরও জানান, মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের সঙ্গে আলোচনার পর আগামী বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

অন্ধ্রপ্রদেশেও ১৬ বছরের কম বয়সি শিশুদের সমাজমাধ্যম নিষিদ্ধ করার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। চন্দ্রবাবু নায়ডুর সরকার বিষয়টি খতিয়ে দেখছে।

গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়। ফেসবুক, টিকটক, ইউটিউব, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম-সহ ১০টি প্রচলিত সমাজমাধ্যমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হয়েছে। ইতিমধ্যেই ১৬ বছরের কমবয়সিদের ১০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ব্লক করা হয়েছে।

আইন করে ছোটদের সমাজমাধ্যম ব্যবহার বন্ধ করার এমন পদক্ষেপ বিশ্বে প্রথম। কেউ আইন ভাঙলে ৩ কোটি ৩০ লক্ষ ডলার (২৯৬ কোটি টাকারও বেশি) পর্যন্ত জরিমানা হতে পারে সংস্থার। বিশ্বের বিভিন্ন তথ্যপ্রযুক্তি কোম্পানি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সরকারের নতুন আইনকে ‘ব্ল্যাংকেট সেন্সরশিপ’ বলে সমালোচনাও করেছে।

Advertisement
আরও পড়ুন