Vaginal Care Tips

নারীদের গোপনাঙ্গের স্বাস্থ্য নিয়ে রয়েছে নানা ভুল ধারণা! সংক্রমণ এড়াতে কী ভাবে সতর্ক হবেন?

গোপনাঙ্গের ঠিক মতো যত্ন না করলে ব্যথা, চুলকানি, জ্বালাভাব ইত্যাদি নানা সমস্যা হতে পারে। অনেকে আবার অতিরিক্ত যত্ন করতে গিয়ে সমস্যায় পড়েন। যোনির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অনেকেরই অনেক রকম ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণাগুলি ভাঙলেন আমেরিকাবাসী স্ত্রীরোগ চিকিৎসক আমির খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:৫৮
গোপনাঙ্গের যত্নে নারীরা কোন ভুল এড়িয়ে চলবেন?

গোপনাঙ্গের যত্নে নারীরা কোন ভুল এড়িয়ে চলবেন? ছবি: সংগৃহীত।

বয়সের সঙ্গে মহিলাদের যোনিতেও বদল আসে। কোনও সংক্রমণের ফলে, সন্তানের জন্মের পরে বা ঋতুবন্ধের প্রাক্কালেও এই বদল আসতে পারে। গোপনাঙ্গের ঠিক মতো যত্ন না করলে ব্যথা, চুলকানি, জ্বালাভাব ইত্যাদি নানা সমস্যা মিলনের সময়ে অসন্তোষের কারণ হতে পারে। অনেকে আবার অতিরিক্ত যত্ন করতে গিয়ে সমস্যায় পড়েন। যোনির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অনেকেরই অনেক রকম ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণাগুলি ভাঙলেন আমেরিকাবাসী স্ত্রীরোগ চিকিৎসক আমির খান।

Advertisement

১) যোনি পরিষ্কার করতে সুগন্ধি সাবানের ব্যবহার করা উচিত

চিকিৎসকের মতে, যোনি পরিষ্কার রাখতে কোনও রকম বিশেষ সাবানের প্রয়োজন নেই। বাজারে নানা রকম সুগন্ধি সাবানের ছড়াছড়ি। তবে যোনির স্বাস্থ্য ভাল রাখতে হলে এগুলি এড়িয়ে চলাই ভাল। যোনিকে আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, নিজে থেকেই তা পরিষ্কার হয়ে যায়। যোনিতে সুগন্ধি সাবান বা ক্রিম ব্যবহার করলে কিন্তু উল্টে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

২) ভ্যাজাইনাল ডিসচার্জ মানেই সংক্রমণ

চিকিৎসকের মতে, ভ্যাজাইনাল ডিসচার্জ বা শ্বেতস্রাব মানেই কিন্তু শরীরে জটিল অসুখ হয়েছে, এমনটা নয়। অনেক মহিলার ক্ষেত্রে সারা বছরই শ্বেতস্রাব হয়। এটাও স্বাভাবিক। এটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। তবে স্রাবের রং বদলে গেলে, তাতে তীব্র গন্ধ হলে কিংবা বেশি ঘন হলে তা শারীরিক কোনও সমস্যা বা সংক্রমণের ইঙ্গিত হতে পারে।

৩) যোনি থেকে গন্ধ বার হওয়া মানেই বিষয়টি অস্বাস্থ্যকর

যোনি থেকে গন্ধ বেরোচ্ছে মানেই অপরিচ্ছন্নতা নয়। প্রত্যেকের যোনি থেকেই স্বাভাবিক ভাবেই গন্ধ বার হয়। কারও কম, কারও বেশি। যোনি থেকে তীব্র গন্ধ বার হলে সতর্ক হতে হবে। যোনির গন্ধ দূর করতে কোনও রকম সুগন্ধি নয়, সে ক্ষেত্রে স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Advertisement
আরও পড়ুন