Shobnom Bubly

শাকিবের সঙ্গে আমেরিকায় ভ্রমণ, সমাজমাধ্যমে ছবি ছড়াতেই ফের বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

নেটাগরিকদের একটা ব়ড় অংশের দাবি, বুবলী নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও শুরু করেছেন। নেপথ্যের সত্য প্রকাশ্যে।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪১
(বাঁ দিকে) বুবলী, (ডান দিকে) শাকিব খান।

(বাঁ দিকে) বুবলী, (ডান দিকে) শাকিব খান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের তারকা শাকিব খানকে নিয়ে তাঁর দুই স্ত্রীর ‘দড়ি টানাটানি’ নতুন নয়। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস, দ্বিতীয় স্ত্রী বুবলী। অভিনেতার দাবি, দু’জনেই তাঁর প্রাক্তন। তবে দুই পুত্রসন্তানের প্রতি কতর্ব্য পালনে অবিচল শাকিব। সম্প্রতি, দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে আসেন অভিনেতা। তার পরে বুবলী প্রকাশ্যে আসতেই সমালোচনা। বুবলী নাকি অন্তঃসত্ত্বা!

Advertisement

সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ভাইরাল। নেটাগরিকদের একটা ব়ড় অংশের দাবি, বুবলী নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও করছেন। তাঁদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা নাকি উচিত হয়নি তাঁর।

শবনম বুবলীর ভাইরাল ছবি।

শবনম বুবলীর ভাইরাল ছবি।

২০২০ সালে প্রথম বার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় দু’বছর পরে। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তাঁর। তাঁদের সন্তানের জন্ম হয় আমেরিকায়। এ বার ফের অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। মাসকয়েক আগে ছেলে বীরের নাগরিকত্ব সংক্রান্ত কাজে ফের আমেরিকায় যান দম্পতি। সমাজমাধ্যমে সেই ছবিও দেন। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন। পাশপাশি শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানান, তারকা এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে চান না।

Advertisement
আরও পড়ুন