Viral diet plan

কমবে ওজন, নিয়ন্ত্রণে থাকবে সুগার, মানতে হবে ‘১.৫:১’ ডায়েট, ঝুঁকি কাদের?

সঠিক ডায়েটে স্বাস্থ্য ভাল থাকে। কিন্তু না বুঝে কোনও ডায়েট অনুসরণে সমস্যাও হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৩:৪০
This simple diet can help to reduce belly fat and maintain healthy blood sugar levels

প্রতীকী চিত্র। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোগা হওয়া বা সুগার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে একাধিক ডায়েট পরিকল্পনা ভাইরাল হয়। সম্প্রতি সমাজমাধ্যমে নজর কাড়ছে ডায়েটের ‘১.৫:১’ নীতি।

Advertisement

‘১.৫:১’ নীতি কী?

এই ডায়েটে সারা দিনে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে। সেই অনুপাত হবে দেড় গ্রাম বনাম ১ গ্রাম। অর্থাৎ প্রতি ১.৫ গ্রাম কার্বোহাইড্রেট খেলে তার সঙ্গে ১ গ্রাম প্রোটিন খেতে হবে। যেমন ২ কাপ ভাতে ৯০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তার সঙ্গে একটি মুরগির মাংসের বড় টুকরো খেলে ৪৫ থেকে ৫০ গ্রাম প্রোটিন পাওয়া যেতে পারে।

কী কী সুবিধা

এই ডায়েটে প্রোটিনের মাত্রা বেশি রাখা হয়েছে। ফলে পেট বেশি ক্ষণ ভর্তি থাকে। বেশি কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা তৈরি হয় না। এই ধরনের ডায়েট সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ, প্রোটিন রক্তে শর্করা মেশার গতিকে কমিয়ে দেয়। সারা দিন দেহের এনার্জি বজায় রাখার ক্ষেত্রেও এই ডায়েট উপকারী। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ডায়েটে উপকার পাওয়া যেতে পারে।

সতর্কতা

কার্বোহাইড্রেট নানা ধরনের হতে পারে। তাই ডায়েটে সরল বা জটিল কার্বোহাইড্রেট যেন থাকে, তা খেয়াল রাখা উচিত। যাঁদের পেটের সমস্যা রয়েছে, তাঁরা কতটা কার্বোহাইড্রেট বা প্রোটিন খাবেন, সে বিষয়ে কোনও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা উচিত।

Advertisement
আরও পড়ুন