Profession according to Birthdate

আপনার জন্মতারিখ অনুযায়ী আপনি কোন ধরনের জীবিকা ধারণ করলে সফলতা পাবেন?

সংখ্যাতত্ত্বের সাহায্যে কে কোন বিষয়ে সফলতা পাবেন তা জানা সম্ভব। জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। কোন তারিখে জন্ম হলে কোন গ্রহের প্রভাবে কোন ধরনের কর্মে সফলতা আসে জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০৭:২১
According to numerology, these birthdate people will get success from certain professions

—প্রতীকী ছবি।

জীবনধারণের জন্য কোনও না কোনও কাজ মানুষকে করতেই হয়। অনেক ক্ষেত্রেই বাড়ির চাপে বা অন্যান্য নানা কারণে যে বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি কর্মক্ষেত্রে সেই বিষয় কোনও কাজেই আসে না। এর ফলে কাজের জায়গায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা কমে যায়। এই ক্ষেত্রে কে কোন বিষয়ে সফলতা পাবেন তা জেনে নিয়ে সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সংখ্যাতত্ত্বের সাহায্যে কে কোন বিষয়ে সফলতা পাবেন তা জানা সম্ভব। জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। কোন তারিখে জন্ম হলে কোন গ্রহের প্রভাবে কোন ধরনের কাজে সফলতা আসে জেনে নিন।

Advertisement

১, ১০, ১৯ এবং ২৮ জন্মতারিখের ব্যক্তিরা রবির প্রভাবে প্রভাবিত হন। রাজনীতি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসা, পরিচালনা, ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ, সরকারি দপ্তরে কাজ এবং শিক্ষাক্ষেত্রে কাজ করলে এই জন্মতারিখের লোকেরা সফলতা পায়।

২, ১১, ২০ এবং ২৯ তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিরা চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন। শঙ্খ বা শাঁখার ব্যবসা, অভিনয় জগতে কাজ, নৌবাহিনীর কাজ এবং ভ্রমণ সংস্থায় কাজে এই সকল লোকেরা সফলতা পান।

৩, ১২, ২১ এবং ৩০ জন্মতারিখের ব্যক্তিরা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত। শিক্ষক, পুরোহিত, ধর্মগুরু, বিচারক, রাজনীতিবিদ, ডাক্তার, উকিল এবং পরামর্শদাতা হিসাবে তাঁদের প্রমুখ উন্নতি হয়।

৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্মানো ব্যক্তিরা রাহুর প্রভাবে প্রভাবিত হয়। এই সকল জাতক-জাতিকারা আমদানি-রফতানির ব্যবসা, প্রযুক্তি সংক্রান্ত কাজ, চিত্রগ্রাহক, চিত্রপরিচালক, নিরাপত্তারক্ষী, পরিচারিকা, বিমানসেবিকা, বিমানচালক এবং হোমিয়োপ্যাথি চিকিৎসক হিসাবে উন্নতি লাভ করেন।

৫, ১৪ এবং ২৩ তারিখে জন্ম হলে তাঁদের উপর বুধের প্রভাব থাকে। গণিতজ্ঞ, হিসেবরক্ষক, উকিল, সিএ, সঙ্গীতশিল্পী, বাচিকশিল্পী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বৈদ্যুতিন দ্রব্যের ব্যবসা, ব্যাঙ্ক, বিমা প্রতিষ্ঠানে কাজ করলে এই জন্মতারিখে জন্মানো লোকেরা সফল হন।

৬, ১৫ এবং ২৪ তারিখে জন্ম হলে ব্যক্তিরা শুক্রের প্রভাবে প্রভাবিত হয়। অভিনেতা-অভিনেত্রী হিসাবে, সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত নিয়ে চর্চা করলে, নৃত্যশিল্পে, অঙ্কন, ব্যাঙ্ক এবং বিমা সংক্রান্ত কাজে, বিলাসবহুল দ্রব্যের ব্যবসা, অলঙ্কার নির্মাণ এবং বিক্রি সংক্রান্ত কাজ, রূপটান শিল্পে, পোশাক শিল্পে, প্রসাধনী দ্রব্য সংক্রান্ত কাজে এই তারিখগুলিতে জন্মানো জাতক-জাতিকারা সফলতা পান।

৭, ১৬ এবং ২৫ তারিখে জন্মানো ব্যক্তিরা কেতুর প্রভাবে প্রভাবিত হয়। অতিপ্রাকৃতিক বিষয়, গবেষণা, আধ্যাত্মিক কাজ, পুরোহিত, ধর্মীয় কাজ, যে কোনও ধরনের অনুসন্ধানমূলক কাজ, গোয়েন্দা এবং আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে তাঁরা ভাল ফল পান।

৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম হলে তাঁদের উপর শনির প্রভাব থাকে। লোহা, তেল এবং কয়লা সংক্রান্ত কাজ এবং কায়িক পরিশ্রমের প্রয়োজন এই ধরনের কাজে তাঁরা সফলতা পায়।

৯, ১৮ এবং ২৭ তারিখে জন্ম হলে তাঁরা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন। সাহসের প্রয়োজন এই প্রকার ঝুঁকিপূর্ণ কাজ, সেনা, পুলিশ, দারোয়ান এবং শল্য চিকিৎসক হিসাবে তাঁদের উন্নতি হয়।

Advertisement
আরও পড়ুন