Bijaya Doshomi 2025 Durga Baran Time

আনন্দের শেষে চলে এল দেবীকে বিদায় জানানোর পালা, মাকে বরণ করার কোনও শুভ সময় রয়েছে কি? খোঁজ দিলেন জ্যোতিষী

যে কোনও দেব-দেবীর পুজো শেষে বিসর্জনের আগে তাঁকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০৭:২৬
durga baran

—প্রতীকী ছবি।

বরণ শব্দের আক্ষরিক অর্থ হল সাদরে বা সসম্মানে অভ্যর্থনা জানানো। যে কোনও দেবদেবীর পুজো শেষে বিসর্জনের আগে তাঁকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়। সাধারণত বিবাহিত মহিলাগণ এই আচারে অংশ নেন। পান খেয়ে বা পানপাতা মুখে নিয়ে, আলতা-সিঁদুর পরে বরণ করার রীতি রয়েছে। বরণসামগ্রী-সহ বরণডালা নিয়ে শুভ সময় দেখে দেবীকে বরণ করা হয়। তবে আঞ্চলিক নিয়ম অনুসারে এ ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। বরণের সময় ও বরণের নিয়মেও পার্থক্য বর্তমান।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

দশমী তিথি শেষ–

২ অক্টোবর, ১৫ আশ্বিন, বৃহস্পতিবার।

সময়– সন্ধ্যা ৭টা ১১ মিনিট।

অমৃতযোগ- সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ২৪ মিনিট গতে ২টো ৫৮ মিনিটের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট গতে রাত ৯টা ২৪ মিনিটের মধ্যে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

দশমী তিথি শেষ–

২ অক্টোবর, ১৫ আশ্বিন, বৃহস্পতিবার।

সময়– দুপুর ২টো ৫৪ মিনিট ৩৫ সেকেন্ড।

অমৃতযোগ- সকাল ৭টা ৫ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে, পুনরায় দুপুর ১টা ২৪ মিনিট ১৯ সেকেন্ড গতে ২টো ৫৯ মিনিট ২ সেকেন্ডের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট ৪৫ সেকেন্ড গতে রাত ৯টা ২৪ মিনিট ১৯ সেকেন্ডের মধ্যে।

দশমীর তিথি ছেড়ে যাওয়ার পর যে কোনও সময়ে বরণ করা যেতে পারে। সেটির নির্দিষ্ট কোনও শুভ সময় নেই। তবে তিথি থাকাকলীন বরণ করা যাবে না। বরণ করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা আবশ্যিক। বরণডালা-সহ বরণ করতে যাওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন