Negative Energy Reducing Tips

বাড়ির পরিবেশে কি প্রচুর পরিমাণে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়েছে? সহজ টোটকায় বাড়ির শুদ্ধিকরণ সম্ভব

বাচ্চাদের লেখাপড়ায় মন বসে না। কোনও কাজ একেবারে হওয়ার মুখে এসেও নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় যখন বাড়িতে খুব বেশি পরিমাণে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০০
Astrological tips to get rid of negative energy from home

—প্রতীকী ছবি।

বাড়ির পরিবেশ অনেক সময়ই খুব অস্বস্তিকর হয়ে ওঠে। সেই সময় বাড়ির ভিতরে থাকতে যেন একেবারেই ইচ্ছা করে না। বাড়িতে থাকলেই মনে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়। বাড়ির মানুষজনদের মধ্যেও ঝামেলা লেগেই থাকে। আর্থিক দিকেও নানা সমস্যা চলতে থাকে। বাচ্চাদের লেখাপড়ায় মন বসে না। কোনও কাজ একেবারে হওয়ার মুখে এসেও নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় যখন বাড়িতে খুব বেশি পরিমাণে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। অনেক সময় দেখা যায় বাড়ির মানুষ থেকে থেকেই অসুস্থ হয়ে পড়ছে। অনেক ডাক্তারের কাছে গিয়েও অসুস্থতা দূর করা যাচ্ছে না। এই ক্ষেত্রেও নেতিবাচক শক্তিই দায়ী। বাস্তুশাস্ত্রে এই ধরনের সমস্যার নানা সমাধান দেওয়া রয়েছে। বিশেষ একটা টোটকা রয়েছে যেটি পালন করলে এর সমাধান করা যেতে পারে।

Advertisement

দেখে নেব কী করতে হবে:

একটা বাটিতে দশ-বারোটা কাঁচা নিমপাতা, দশটা তেজপাতা, কয়েক টুকরো কর্পূর, পাঁচটা এলাচ, পাঁচটা লবঙ্গ এবং সামান্য সিঁদুর নিয়ে সেটি জ্বালান। সারা ঘরে এই জিনিসের ধোঁয়া দিয়ে দিন। যখন ধোঁয়া দেবেন তখন ঘরের দরজা এবং জানলা অবশ্যই খুলে রাখুন।

এ ছাড়া ধোঁয়া দেওয়ার সময় হনুমান চালিশা পাঠ করতে হবে। যদি হনুমান চালিশা পাঠ করা সম্ভব না হয়, তা হলে রেকর্ডারেও চালাতে পারেন। রেকর্ডারের আওয়াজ যেন হালকা থাকে সেই দিকে নজর রাখতে হবে।

এই সহজ কাজটি বাড়িতে পর পর পনেরো দিন করলেই এর উপকারিতা বুঝতে পারবেন। শনিবার বা মঙ্গলবার থেকে এই কাজটি শুরু করতে হবে।

Advertisement
আরও পড়ুন