Dhanteras 2025 Lucky Things

দামে সোনা গরম চাটু তো রুপো তপ্ত কটাহ! এই দু’টি ছাড়া ধনতেরসে আর কোন কোন ধাতু কেনা যেতে পারে?

ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরস বা ধনত্রয়োদশী নামে পরিচিত। শাস্ত্রমতে, এই ত্রয়োদশী তিথিতেই দেবাসুর অমৃতের সন্ধানে সমুদ্রমন্থনে গিয়েছিলেন। সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ দেবী লক্ষ্মী এবং দেবতাদের চিকিৎসক, আরোগ্যের দেব ধন্বন্তরির অমৃতপাত্র হাতে আগমন হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:০৭
dhanteras

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ধনতেরসের দিন শুভ জিনিস কেনার উদ্দেশ্যে দোকানের বাইরে লাইন দেওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন ধনতেরস কী। ‘ধন’ শব্দের অর্থ ধনসম্পত্তি, ‘তেরস’ শব্দের উৎপত্তি ত্রয়োদশী তিথি থেকে। ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরস বা ধনত্রয়োদশী নামে পরিচিত। শাস্ত্রমতে, এই ত্রয়োদশী তিথিতেই দেবাসুর অমৃতের সন্ধানে সমুদ্রমন্থনে গিয়েছিলেন। সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ দেবী লক্ষ্মী এবং দেবতাদের চিকিৎসক, আরোগ্যের দেব ধন্বন্তরির অমৃতপাত্র হাতে আগমন হয়। সেই হিসাবে ধনতেরস তিথি সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি। দেবী লক্ষ্মীর জন্মতিথিতে তাই লক্ষ্মী ঘরে আনার উদ্দেশ্যে ধনতেরসের দিন মূল্যবান ধাতু কেনার রেওয়াজ রয়েছে।

Advertisement

ধনতেরাস তিথিতে কী কেনা শুভ সে সম্পর্কে সত্যি, মিথ্যা, যৌক্তিক, অযৌক্তিক বিভিন্ন শ্রুতিকথা চালু আছে। সোনার ধাতব মূল্য বেশি এবং সোনার সঙ্গে বৃহস্পতি গ্রহের সম্পর্ক আছে। এই কারণেই সোনা কেনা সব সময়ই শুভ। এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতু, যেমন প্লাটিনাম, রুপোও কেনা যেতে পারে। যদিও বর্তমানে সোনার যা দাম, তাতে সকলের পক্ষে এই ধাতু কেনা সম্ভব হয়ে ওঠে না। একই সঙ্গে প্লাটিনামও দামি ধাতু এবং রুপোর দামও দিন দিন বেড়েই চলেছে। তবে এগুলি ছাড়াও তামা, পিতল, কাঁসা ইত্যাদি কেনা যেতে পারে। মূল্যবান যে কোনও রত্নও ধনতেরসে কেনা যেতেই পারে। তামা, পিতল, কাঁসার তৈজসপত্র কেনা যেতে পারে। দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বৃহস্পতি এবং শুক্র গ্রহ। তাই বৃহস্পতি এবং শুক্র গ্রহের যে কোনও দ্রব্য ধনতেরসের দিন কেনা যেতে পারে। বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হলুদ জিনিস, ধান প্রভৃতি কেনা যেতে পারে। অন্য দিকে শুক্রের সঙ্গে সম্পর্কিত অ্যালকোহলবিহীন প্রসাধনী সামগ্রী, আতর, জামাকাপড় প্রভৃতি এ সকল জিনিস কিনতে পারেন।

Advertisement
আরও পড়ুন