Astro Tips

খাবার জিনিস দিয়েও অপরের ক্ষতি করা সম্ভব! স্বল্প চেনা মানুষের দেওয়া চার খাবার খেলেই হতে পারে বিপদ

অনেকেই জানেন না যে, কুনজর ছাড়া আরও অন্যান্য উপায়েও কারও জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করানো যায়। সেগুলির মধ্যে অন্যতম হল খাবারের মাধ্যমে কারও ক্ষতি করা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:০০
Avoid eating these four food items from any unknown or other people

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নজর একটি অতি ভয়ঙ্কর জিনিস। যে এক বার নজরদোষের কবলে পড়ে, সে জানে এর ফল কতটা মারাত্মক হতে পারে। কুনজরের কোপে পড়েছেন কি না সেটা অনেক সময় প্রথমেই কেউ বুঝে উঠতে পারেন না। সেই কারণে এর প্রকোপ আরও ভয়াল রূপে জাঁকিয়ে বসে। তবে অনেকেই জানেন না যে, কুনজর ছাড়া আরও অন্যান্য উপায়েও কারও জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করানো যায়। সেগুলির মধ্যে অন্যতম হল খাবারের মাধ্যমে কারও ক্ষতি করা। কিছু খাদ্য উপাদান রয়েছে যা খুব কাছের মানুষ না হলে কারও থেকে নিয়ে খেতে নেই। এতে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

কোন খাবারগুলি স্বল্প চেনা মানুষের থেকে নিয়ে খাওয়া উচিত নয়?

সাদা মিষ্টি: সাদা রঙের কোনও মিষ্টি চট করে যে কারও থেকে নিয়ে খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এতে আপনার জীবনের সমস্ত পজ়িটিভ শক্তি উক্ত ব্যক্তি গ্রাস করে নিতে পারেন। বদলে আপনার জীবন নেগেটিভ শক্তিতে ভরে যাবে।

প্রসাদ: কোনও অচেনা মানুষের থেকে প্রসাদ গ্রহণ করাও উচিত নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। হতে পারে তিনি কোনও অপদেবতার পুজো করেছেন এবং সেই প্রসাদ আপনাকে দিয়ে আপনার ক্ষতি সাধন করতে চাইছেন। তাই অচেনা বা স্বল্প চেনা মানুষের থেকে প্রসাদ গ্রহণও করা যাবে না।

এলাচ ও লবঙ্গ: শাস্ত্রমতে, এলাচ ও লবঙ্গ যেমন আমাদের ভাগ্য ফেরাতে সক্ষম, তেমনই এই দুই মশলা আমাদের ভাগ্যের ক্ষতি সাধন করতেও উপযোগী। এই দুই জিনিসের সাহায্যে অপরের কাছে নেগেটিভ শক্তি চালনা করা যায়। তাই যে মানুষকে আপনি ঠিক করে চেনেন না, তাঁর থেকে এলাচ ও লবঙ্গ গ্রহণ না করাই ভাল হবে।

পান: শেষ পাতে পান খেতে বহু মানুষই পছন্দ করেন। কিন্তু এই পানও আমাদের ক্ষতি করতে সক্ষম। তাই কিছু দিনের চেনা কোনও মানুষ, যাকে প্রথম থেকেই আপনার একটু সন্দেহজনক মনে হয়, তাঁর থেকে কখনও পান নিয়ে খাবেন না। এতে আপনার জীবনের সকল ভাল দিক ধীরে ধীরে খারাপের দিকে বাঁক নিতে শুরু করতে পারে।

Advertisement
আরও পড়ুন