Astrological Significance of Silver Chain

পড়াশোনায় মন বসবে, দুরন্তপনাও কমে যাবে, বাচ্চাদের রুপোর চেন পরানোর কী কী গুণ রয়েছে জানেন?

বাচ্চাদের রুপোর চেন পরানোর যে প্রচুর উপকারিতা রয়েছে সেটা বহু মানুষ জানেন না। জেনে নিন বাচ্চাদের রুপোর চেন পরানোর ব্যাপারে জ্যোতিষশাস্ত্র কী বলছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ০৭:৫৬

ছবি: এআই।

আমরা অনেকেই আমাদের বাচ্চাদের গলায় রুপোর চেন পরিয়ে থাকি। অনেকে আবার বাচ্চাদের রুপোর চেন পরান না, পাছে সেটি যদি হারিয়ে যায় তা ভেবে। কিন্তু বাচ্চাদের রুপোর চেন পরানোর যে প্রচুর উপকারিতা রয়েছে সেটা বহু মানুষ জানেন না। জেনে নিন বাচ্চাদের রুপোর চেন পরানোর ব্যাপারে জ্যোতিষশাস্ত্র কী বলছে।

Advertisement

দেখে নেব বাচ্চাদের রুপোর চেন পরানোর কী কী উপকারিতা রয়েছে:

১) বাচ্চাদের রুপোর চেন পরালে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

২) বাচ্চা যদি কোনও ভাবে লেখাপড়ায় পিছিয়ে থাকে, তা হলে রুপোর চেন পরালে লেখাপড়ায় উন্নতি হয়।

৩) রুপোর চেন পরালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়। আপনার বাচ্চার যদি বার বার নানা রোগে ভোগার ধাঁচ থাকে, তা হলে তাকে রুপোর চেন পরাতে পারেন।

৪) যে সকল বাচ্চা খুবই দুরন্ত হয় এবং সারা দিন বাড়িতে খুবই চঞ্চলতা করে, সেই সকল বাচ্চাকে অবশ্যই রুপোর চেন পরান। এতে তাদের দুরন্তপনা কমবে, বাচ্চা ধীরস্থির হবে।

৫) রুপো একটি অত্যন্ত শুভ ধাতু। বাচ্চাদের গলায় রুপোর চেন পরালে তারা মানসিক দিক দিয়ে শক্তিশালী হয় এবং যে কোনও কাজ অত্যন্ত নিপুণতার সঙ্গে করতে পারে।

৬) বাচ্চাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে রুপোর চেন। তবে অনেকের রুপোয় অ্যালার্জি থাকতে পারে। সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং রুপোর চেন না পরা উচিত।

Advertisement
আরও পড়ুন