০১ জানুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ০১ জানুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement
শ্রী জয়দেব
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০

আজকের দিন- নিকট কারও কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। প্রতিযোগিতার ফল ভাল হতে পারে। দাম্পত্যজীবন নিজের স্বভাবে ভাল রাখতে পারবেন। ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে খুব ভাবনাচিন্তা করে মেলামেশা করবেন, বিপদে পড়তে পারেন। গবেষকদের জন্য খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন। সামাজিক কাজের জন্য মানুষের প্রীতি লাভ করতে পারবেন। চিকিৎসকদের জন্য প্রতিকূল সময়। লটারিতে অর্থলাভ করতে পারেন। হঠাৎ কোনও কারণে মন উদাসীন হয়ে পড়বে।

এই বছর- প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ধর্মীয় কাজে দান করতে ইচ্ছা হবে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ। প্রেমে ব্যাকুলতা বাড়তে পারে। বাড়িতে অতিথির আগমনে চাপ বাড়বে। ভূমিক্রয়ের জন্য সমস্যা বাড়তে পারে। তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে দুর্ভোগ। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।

চরিত্র- এঁদের স্বাস্থ্য ভাল হয়। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। চাকরির চেয়ে ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্মপরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। এঁদের বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। এঁদের দাম্পত্যজীবন বেশ সুখের হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Wealth prediction for  horoscope সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম, আনন্দে কাটবে সারা দিন।

Family prediction for  horoscope পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

Relationship prediction for  horoscope সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে।

Career prediction for  horoscope পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement