জানুয়ারি ২০২৬

আপনার এই মাস, জানুয়ারি ২০২৬

এই মাসটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের মাসিক রাশিফলে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:০২

আপনার এই মাস

জানুয়ারি ২০২৬
Aries

মেষ রাশি

ব্যবসায় উত্থান-পতন থাকবে। সম্পত্তি নিয়ে বাড়ির লোকের সমর্থন এবং আশীর্বাদ পাবেন।

আরো পড়ুন
taurus

বৃষ রাশি

প্রেমের সম্পর্কে আনন্দ খুব বাড়তে পারে। প্রেমের জন্য ভাল হবে।

আরো পড়ুন
gemini

মিথুন রাশি

পরিবারের জন্য এই মাসটা খুব ব্যস্ত থাকতে হবে। চাকরির পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন।

আরো পড়ুন
cancer

কর্কট রাশি

এমন একটি কাজ করবেন যা ধীরে ধীরে উপকারে আসবে। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সাফল্য পেতে দেরি হবে।

আরো পড়ুন
leo

সিংহ রাশি

মাসের প্রথম দিকে আর্থিক অবস্থার কিছুটা ওঠানামা হওয়ার আশঙ্কা। ব্যবসায় সমস্যার সম্মুখীন হবেন।

আরো পড়ুন
virgo

কন্যা রাশি

অফিসের কাজের দিক থেকে এই মাসটা ভাল হতে পারে। বেশি কাজের চাপ থাকবে, তবে মেজাজ হারাবেন না।

আরো পড়ুন
libra

তুলা রাশি

পরিবারে সম্পত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বিবাহের ব্যাপারে পরিবারের সদস্যদের সমর্থন পাবেন, তাঁদের পাশে দাঁড়াতে দেখা যাবে।

আরো পড়ুন
scorpio

বৃশ্চিক রাশি

কর্মের প্রতি আরও মনোযোগ দিতে হবে। স্ত্রীর প্রতি দায়িত্ববোধ থাকা গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন
sagitarius

ধনু রাশি

ব্যবসা দিনকে দিন উন্নত হবে। যাঁরা ব্যবসায়ী, তাঁদের কোনও চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্কতা অবলম্বন করতে হবে।

আরো পড়ুন
capricorn

মকর রাশি

যদি চেষ্টা চালান তবে ব্যবসায় একটি নতুন দিক পেতে পারেন। ব্যবসার আর্থিক অবস্থা মজবুত হবে।

আরো পড়ুন
aquarius

কুম্ভ রাশি

এই মাসটা সন্তানের জীবনের জন্য ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ভাইদের প্রতি রাগ হতে পারে।

আরো পড়ুন
Pisces

মীন রাশি

স্ত্রীর সাহায্যে আর্থিক অবস্থার উন্নতি হবে। গুরুতর অসুস্থতার আশঙ্কা নেই, তবুও স্বাস্থ্যের যত্ন নিন।

আরো পড়ুন
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement