০১ জানুয়ারি ২০২৬

আপনার আজকের দিন- ০১ জানুয়ারি, ২০২৬

আজকের দিনটা কেমন যাবে, জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের দৈনিক রাশিফলে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

আজকের দিন

০১ জানুয়ারি ২০২৬
Aries

মেষ রাশি

যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এটি অত্যন্ত ভাল সময়। কর্মস্থানে মতামতই হবে প্রধান, তাই নিজের উপর ভরসা রাখুন।

আরো পড়ুন
taurus

বৃষ রাশি

ব্যক্তিগত কোনও কাজ করার জন্য খুব ভাল সময়। পেশাগত সম্পর্কে বাস্তব দিক সামনে আসবে।

আরো পড়ুন
gemini

মিথুন রাশি

কর্মব্যস্ততার কারণে সারা দিন ছুটতে হবে। কাজের চাপ ও দায়িত্ব শরীরের সমস্যা বাড়াতে পারে।

আরো পড়ুন
cancer

কর্কট রাশি

সহকর্মীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে। ধৈর্য ও নম্রতা বজায় রাখলে যে কোনও কাজে সুনাম পাবেন।

আরো পড়ুন
leo

সিংহ রাশি

দিনের শুরুতে মনে খুব ভাল চিন্তা থাকবে। যে কোনও সিদ্ধান্ত দ্রুত নিতে পারবেন।

আরো পড়ুন
virgo

কন্যা রাশি

আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি, অতিরিক্ত সন্দেহ সম্পর্কের টানাপড়েন বাড়াতে পারে। কথা বলার সময় অযথা অতিরিক্ত কথা বিপদে ফেলতে পারে।

আরো পড়ুন
libra

তুলা রাশি

কেউ অতিরিক্ত আয়ের কোনও প্রস্তাব দিতে পারেন। টাকাপয়সার ভারসাম্য দেখা এখন খুবই জরুরি।

আরো পড়ুন
scorpio

বৃশ্চিক রাশি

নিজের কাজের ভিতরে ডুব দেবেন। সংসারের নানা অভিজ্ঞতা এখন নতুন ভাবে দেখবেন।

আরো পড়ুন
sagitarius

ধনু রাশি

জীবনের লক্ষ্য পূরণে একটা ভাল দিক দেখতে পাবেন। পুরনো পরিকল্পনা এ বার ফল দিতে শুরু করবে।

আরো পড়ুন
capricorn

মকর রাশি

বিনিয়োগ বা অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে সময়টি শুভ। আগের কোনও কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন
aquarius

কুম্ভ রাশি

যে কোনও পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতি পরিচালনা করলে সমস্যা সহজেই সমাধান হবে। সংসারজীবন ও কাজের ভারসাম্য বজায় রাখা এখন বিশেষ দরকার।

আরো পড়ুন
Pisces

মীন রাশি

দিনের শুরুতে নতুন পরিকল্পনায় আগ্রহী হবেন। ব্যবসা বাড়াতে চেষ্টা করবেন।

আরো পড়ুন
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement