আজকের দিন– প্রেমের দিকে নতুন অধ্যায় খুলে যেতে পারে। খাদ্য ব্যবসায়ীদের জন্য দিনটা খুবই শুভ। সামাজিক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দ পাবেন। আত্মীয়স্বজনেরা আজ আপনার আড়ালে নিন্দা করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিবারে হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে পেতে পারেন। ধর্মীয় ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন।
এই বছর– এই বছর প্রবাসীদের জন্য খুব শুভ। কর্মক্ষেত্রে নিজের মর্যাদার জন্য লড়তে হতে পারে। বছরের শুরুতে কিছু অযথা খরচের যোগ রয়েছে, তবে বছরের মধ্য এবং শেষ ভাগে খরচ অনেক কম হবে, সঞ্চয় অনেক বেশি হবে। প্রিয় বন্ধুর বিয়ের খবর পেতে পারেন। ভাই-বোনের সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ কাজের সমাধান হবে। স্ত্রীর সঙ্গে খুব ভাল মুহূর্ত কাটাতে পারবেন। সন্তানেরা কোনও বিষয়ে খুব বেশি আবদার করবে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।
চরিত্র– এঁরা বেশ পরাক্রমী হন। এঁদের দৃঢ় মনোভাব এঁদের কর্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অভিনয়ের সঙ্গে যুক্ত হলে বেশ উন্নতি করতে পারেন। শরীর-স্বাস্থ্য ভাল হয়। প্রেমের বিবাহে এঁদের খুব বেশি ঝোঁক হয় না। তবে দাম্পত্যজীবন বেশ সুখের হয়। চাকরি এবং ব্যবসা দুটোতেই উন্নতি করতে পারেন নিজের চেষ্টায়।