আজকের দিন– রাগ এড়িয়ে চলতে পারলে আজ আপনার থেকে সুখী কেউ হবেন না। ব্যবসায় অসুবিধা আসলেও আসতে পারে। আজ স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে। চিত্রশিল্পীদের জন্য দিনটা বেশ ভালই থাকবে। তবে আজ জীবনযাত্রায় কিছু পরিবর্তন লক্ষ করা যাবে। আপনার মধুর কথাবার্তায় আপনি সকলের মন জয় করতে পারবেন। ভ্রমণে বেশ আনন্দ পাবেন।
এই বছর– এই বছরে আপনার জন্য বেশ বড় ধরনের কোনও শুভ খবর অপেক্ষা করছে, ঠান্ডা মাথায় নিজের বুদ্ধি দিয়ে সব কাজ উদ্ধার করে নিন। এই বছর বাবার কাছ থেকে খুব সাহায্য পাবেন। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। কাজে কোনও ভাবেই ফাঁকি দেওয়া যাবে না, বরং বেশি মনোযোগ দিলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সন্তানদের জন্য কিছু করতে হতে পারে। ব্যবসায় তুলনামূলক লাভ দেখতে পাওয়া যাবে। শরীর নিয়ে ছোটখাটো চিন্তা থাকবে।
চরিত্র– এঁরা খুবই নির্ভীক প্রকৃতির হন, যে কোনও কাজে অত্যন্ত সাহস দেখাতে পারেন। একটু অলস হন। স্পষ্ট কথা সকলের সামনে বলতে বেশি পছন্দ করেন। জীবনে একটু কষ্ট করেই উপার্জন করতে হয়। আর্থিক দিক যে খুব খারাপ হয় তা নয়। এঁরা যাঁকে ভালবাসেন, তাঁর জন্য জীবন দিয়ে দিতেও পিছপা হন না। পড়াশোনায় যথেষ্ট ভাল হন। ধার্মিক ভাবও থাকে।