Vastu Tips

চলছে বিয়ের মরসুম, নবদম্পতির ঘর কী ভাবে সাজাবেন? ফুলশয্যার খাট সাজানোর সময় কী কী মাথায় রাখবেন?

বিয়ের আগে থেকেই নবদম্পতির থাকার ঘর সাজানো হয়ে থাকে। সেই ঘরেই হয় ফুলশয্যা। তাই সেই ঘর সঠিক উপায়ে সাজানো গুরুত্বপূর্ণ।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:২৭
bed

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অগ্রহায়ণ মানেই বিয়ের মরসুম। বিয়ে মানেই যেমন আনন্দ, তেমনই সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না সে নিয়ে মনের কোণে চাপা চিন্তা চলতে থাকা। বিয়ের আগে দু’বাড়ির লোকেরাই ব্যস্ত হয়ে ওঠেন সমস্ত কিছু ঠিক করে আয়োজন করার জন্য। জোরকদমে কেনাকাটা থেকে তত্ত্ব সাজানো, পুরোহিতের ফর্দ মেলানো আরও কত কী! বিয়ে সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে নবদম্পতির সংসারে সুখের অন্ত থাকে না বলে বিশ্বাস করা হয়।

Advertisement

বিয়ে সঠিক নিয়মে সম্পন্ন করার অধিকাংশ দায়িত্বই থাকে মেয়ের বাড়ির উপর। তবে বৌ শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে শুরু হয় ছেলের বাড়ির আসল ভূমিকা। বিয়ের পর কনে যে বাড়িতে থাকবে, সেই বাড়ির বাস্তু যদি ঠিকঠাক না থাকে তা হলে সংসার জীবনে সমস্যা হবেই। বিয়ের আগে থেকেই নবদম্পতির থাকার ঘর সাজানো হয়ে থাকে। সেই ঘরেই হয় ফুলশয্যা। ফুলশয্যার মাধ্যমেই নবদম্পতির নতুন জীবনের সূচনা হয়। তাই সেই ঘর সঠিক উপায়ে সাজানো গুরুত্বপূর্ণ। জেনে নিন নবদম্পতির ঘর সাজানোর সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন।

নবদম্পতির ঘর সাজানোর নিয়ম:

১. নবদম্পতির ঘরের দেওয়াল যেন হালকা রঙের হয়। দেওয়ালে গাঢ় রং করবেন না। বাদামি, কালো, ধূসর প্রভৃতি রং এড়িয়ে চলতে হবে। আকাশি, গোলাপি এ জাতীয় রং করা যেতে পারে।

২. ফুলসজ্জার দিন নবদম্পতির বিছানায় গাঢ় রঙের চাদর পাতাও ঠিক নয় বলে মনে করা হচ্ছে। হালকা রং, যেমন আকাশি, গোলাপি, সাদা, হালকা হলুদ প্রভৃতি পাতা যেতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এই বিশেষ দিনটির জন্য লাল রঙের চাদর বেছে নেওয়া হচ্ছে। তবে কোনও হালকা রঙের উপর লাল রঙের কাজ করা রয়েছে, এমন চাদর বেছে নিলে ভাল হয়।

৩. নবদম্পতির শোয়ার ঘরটি বাড়ির দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম কোণে করতে পারলে সবচেয়ে ভাল হয়। এতে তাঁদের মধ্যে বোঝাপড়া ভাল হয়। একে অপরের প্রতি ভালবাসা ও বিশ্বাসে কোনও খামতি থাকে না।

৪. নবদম্পতির খাট যেন লোহার না হয়। এতে জীবনে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। কাঠের খাটই শ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে।

৫. ফুলশয্যার খাট কখনও নকল ফুল দিয়ে সাজাতে নেই। এ ক্ষেত্রে আগের দিন এনে রাখা বাসিফুলও ব্যবহার করা যাবে না। সতেজ, টাটকা ফুল দিয়ে ফুলশয্যার খাট সাজাতে হবে। এ ক্ষেত্রে গোলাপ, জুঁই ও রজনীগন্ধা ফুল ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয়।

৬. নবদম্পতির খাটের নীচে উপহার, বাক্স, অপ্রয়োজনীয় জিনিস প্রভৃতি জমিয়ে রাখা যাবে না। এতে দাম্পত্যজীবনে অশান্তি বৃদ্ধি পাবে। খাটের নীচ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন