Lunar Eclipse 2025 on Holi

দোলপূর্ণিমার দিনেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কত ক্ষণ চলবে গ্রহণ? দেখা যাবে কোথা থেকে?

প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৮:০৩
lunar eclipse

—প্রতীকী ছবি।

চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হলে চাঁদকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হয়।

Advertisement

১৪ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতে অদৃশ্য। আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগরের বেশ কিছু এলাকা, আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময়কাল-

উপছায়া স্পর্শ সকাল ৯টা ২৬ মিনিট।

গ্রহণ স্পর্শ (আরম্ভ) সকাল ১০টা ৩৯ মিনিট।

পূর্ণগ্রাস (আরম্ভ) সকাল ১১টা ৫৬ মিনিট।

গ্রহণ মধ্য বেলা ১২টা ২৯ মিনিট।

পূর্ণগ্রাস সমাপ্তি দুপুর ১টা ২ মিনিট।

গ্রহণ মোক্ষ (সমাপ্তি ) দুপুর ২টো ১৮ মিনিট।

উপছায়া মোক্ষ (ত্যাগ) দুপুর ৩টে ৩২ মিনিট।

গ্রহণ স্থিতি– ৩ ঘণ্টা ৩৯ মিনিট।

গ্রহণকালে গ্রহের অবস্থান– (কলকাতার অক্ষাংশ, দ্রাঘিমাংশ অনুযায়ী)

বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, সিংহ রাশিতে চন্দ্র, কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি এবং রবি। মীন রাশিতে রাহু, বুধ এবং শুক্র।

Advertisement
আরও পড়ুন