Ram Navami 2025

আগামী রবিবার রামনবমী, ব্রত পালনের শুভ সময় কখন শুরু, কখন শেষ? পবিত্র এই দিনের তাৎপর্য কী?

রামনবমীর পুণ্যতিথিতে সূর্যদেবের আরাধনা করলে এবং পদ্মফুল ও তুলসীপাতা সহযোগে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৭:২৭
ram

—প্রতীকী ছবি।

যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুথান ঘটেছে, তখনই দুষ্টের দমন এবং শিষ্টের পালন এবং অধর্ম বিনাশ করতে ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ত্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র রূপে, পবিত্র চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন। তাই চৈত্র শুক্ল নবমী তিথিটি হিন্দুদের কাছে পবিত্র রামনবমী হিসাবে খ্যাত।

Advertisement

রামনবমীর পুণ্য তিথিতে সূর্যদেবের আরাধনা করলে এবং পদ্মফুল ও তুলসীপাতা সহযোগে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়। ভগবান শ্রীরামের আরাধনায় রবি গ্রহের শুভ ফল লাভ করা যায়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে -

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২২ চৈত্র, শনিবার।

ইংরেজি– ৫ এপ্রিল, শনিবার।

সময়– রাত ৭টা ২৮ মিনিট

নবমী তিথি শেষ–

বাংলা– ২৩ চৈত্র, রবিবার।

ইংরেজি– ৬ এপ্রিল, রবিবার।

সময়– রাত ৭টা ২৪ মিনিট।

২৪ চৈত্র, ৭ এপ্রিল, সোমবার সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী রামনবমী ব্রত পালন করতে পারেন।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২২ চৈত্র, শনিবার।

ইংরেজি– ৫ এপ্রিল, শনিবার।

সময়– রাত ১২টা ২১ মিনিট ৪০ সেকেন্ড।

নবমী তিথি শেষ-

বাংলা– ২৩ চৈত্র, রবিবার।

ইংরেজি– ৬ এপ্রিল, রবিবার।

সময়– রাত ১১টা ৩১ মিনিট ৪ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন