Mahalaya 2025

মহালয়ার তিথিতেই দেবী সংসার নিয়ে মর্তে আসেন, পুরনো রেডিয়ো বার করে ‘মহিষাসুরমর্দ্দিনী’ শুনতে বসার দিনটি কবে?

মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে, দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪২
mahalaya

—প্রতীকী ছবি।

পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি হল মহালয়া। যদিও শারদীয়া দেবী দুর্গার পুজোর হিসাবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত। শাস্ত্রমতে, পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হল পিতৃপক্ষ। যাঁরা পরলোকগত পূর্বপুরুষের মৃত্যু তিথিতে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন না, তাঁদের জন্য পিতৃপক্ষের মৃত্যু তিথিতে শ্রাদ্ধানুষ্ঠান করার বিধান শাস্ত্রসম্মত। অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ বা প্রশস্ত হওয়ার কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষের উদ্দেশে জলদানের পক্ষে শুভ। পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জল দান করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে বাধাবিঘ্ন নাশ হয়, সংসারে শান্তি আসে, শ্রীবৃদ্ধি হয়।

Advertisement

শাস্ত্রমতে, মহালয়া তিথিতেই শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গা মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে, দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। আগামী ৪ আশ্বিন, ২১ সেপ্টেম্বর, রবিবার মহালয়া।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

মহালয়া–

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলা– ৩ আশ্বিন, শনিবার।

ইংরেজি– ২০ সেপ্টেম্বর, শনিবার।

সময়– রাত ১২টা ১৮ মিনিট।

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ৪ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ২১ সেপ্টেম্বর, রবিবার।

সময়– রাত ১টা ২৪ মিনিট।

অমাবস্যার ব্রতোপবাস। মহালয়া পার্বণ শ্রাদ্ধম। শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পুজো।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলা– ৩ আশ্বিন, শনিবার।

ইংরেজি– ২০ সেপ্টেম্বর, শনিবার।

সময়– রাত ১১টা ৫৩ মিনিট ২৫ সেকেন্ড।

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ৪ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ২১ সেপ্টেম্বর, রবিবার।

সময়– রাত ১২টা ২৩ মিনিট ৪৬ সেকেন্ড।

অমাবস্যার ব্রতোপবাস। মহালয়া পার্বণ শ্রাদ্ধম।

Advertisement
আরও পড়ুন