Maghi Purnima 2026

মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্য অর্জন নিশ্চিত! কবে পড়ছে এই বিশেষ তিথি? স্নান করার শুভ সময় কখন?

হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৭:২৭
Maghi Purnima

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘ মাসে পালন করা হয় বলেই এই পূর্ণিমা তিথির এই রূপ নাম। হিন্দুশাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস। এরই সঙ্গে বিশেষ কিছু কাজ রয়েছে যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করতে পারলে জীবনের নানা দুঃখ-কষ্ট থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন ভুলেও করতে নেই। সেই সব সম্বন্ধে এই প্রতিবেদন থেকে জেনে নিন।

Advertisement

মাঘী পূর্ণিমার সময়কাল:

১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার পালিত হবে মাঘী পূর্ণিমা।

তিথি শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার।

সময়: ভোর ৫টা ৫৫ মিনিট।

তিথি শেষ: ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার।

সময়: শেষ রাত ৩টে ৩৮ মিনিট।

স্নানের সময়কাল:

মাঘী পূর্ণিমার তিথি থাকাকালীন যে কোনও সময় স্নান করা যেতে পারে। তবে যে হেতু পূর্ণিমা তিথিতে স্নান করছেন তাই আকাশে চাঁদের আলো থাকাকালীন স্নান করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে বলে বিশ্বাস। তবে সেটি সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনও ক্ষতি নেই।

মাঘী পূর্ণিমায় স্নান ছাড়া আর কোন কাজগুলি করবেন?

  • যে কোনও পূর্ণিমা তিথিতে লক্ষ্মী-বিষ্ণুকে যুগলে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর ফলে দাম্পত্যজীবনে মধুরতা বৃদ্ধি পায়। মাঘ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যায় বিষ্ণু ও লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তার পর তাঁদের হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করুন। খুব ভাল ফল পাবেন।
  • পূর্ণিমা তিথিতে দানধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন শুদ্ধ মনে ঘি, গুড়, শীতের পোশাক, গম, চাল ও ফলমূল দান করতে পারেন। তবে সাধ্যের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। সাধ্যমতো যেটুকু পারবেন, শুদ্ধ মনে সেটুকু করলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন।
  • আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল অর্পণ করুন। এই সময় সূর্যমন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে।

মাঘী পূর্ণিমায় কোন কাজগুলি করা নিষিদ্ধ?

  • বিশেষ এই তিথিতে কারও সঙ্গে ঝগড়া-ঝামেলায় জড়াবেন না। বাড়িতে হোক বা বাইরে, এই দিন কোনও প্রকার অশান্তি করা এড়িয়ে চলুন।
  • মাঘী পূর্ণিমার দিন কালো রঙের জামা পরা নিষেধ।
Advertisement
আরও পড়ুন