ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘ মাসে পালন করা হয় বলেই এই পূর্ণিমা তিথির এই রূপ নাম। হিন্দুশাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস। এরই সঙ্গে বিশেষ কিছু কাজ রয়েছে যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করতে পারলে জীবনের নানা দুঃখ-কষ্ট থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন ভুলেও করতে নেই। সেই সব সম্বন্ধে এই প্রতিবেদন থেকে জেনে নিন।
মাঘী পূর্ণিমার সময়কাল:
১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার পালিত হবে মাঘী পূর্ণিমা।
তিথি শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার।
সময়: ভোর ৫টা ৫৫ মিনিট।
তিথি শেষ: ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার।
সময়: শেষ রাত ৩টে ৩৮ মিনিট।
স্নানের সময়কাল:
মাঘী পূর্ণিমার তিথি থাকাকালীন যে কোনও সময় স্নান করা যেতে পারে। তবে যে হেতু পূর্ণিমা তিথিতে স্নান করছেন তাই আকাশে চাঁদের আলো থাকাকালীন স্নান করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে বলে বিশ্বাস। তবে সেটি সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনও ক্ষতি নেই।
মাঘী পূর্ণিমায় স্নান ছাড়া আর কোন কাজগুলি করবেন?
মাঘী পূর্ণিমায় কোন কাজগুলি করা নিষিদ্ধ?