2026 Inauspicious Dates to Travel

পুজোর ছুটিতে বেড়াতে যাবেন বলে এখন থেকেই পরিকল্পনা করছেন? সেই সময়কাল যাত্রা শুরুর জন্য আদৌ শুভ তো?

যাঁরা চাকরি করেন, তাঁরা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে দেখেন অফিস থেকে কোন সময় ছুটি পেতে সুবিধা হবে। কিন্তু সেই সময়কাল বা তারিখটি যাত্রা শুরুর জন্য অনুকূল কি না সেটা বেশির ভাগ মানুষই দেখেন না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:২১
travel

—প্রতীকী ছবি।

বেড়াতে যেতে ভালবাসেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। প্রায় প্রতিটা মানুষই ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে শহর থেকে দূরে কোথাও একটু মানসিক শান্তি পাওয়ার খোঁজে ছুটে যান, যার পরিকল্পনা আগে থাকতেই করা হয়। নতুন বছর শুরু হতে না হতেই অনেকে এই বছর কোথায়, কবে ঘুরতে যাওয়া যায় সে ছক কষা শুরু করে দিয়েছেন। যাঁরা চাকরি করেন, তাঁরা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে দেখেন অফিস থেকে কোন সময় ছুটি পেতে সুবিধা হবে। কিন্তু সেই সময়কাল বা তারিখটি যাত্রা শুরুর জন্য অনুকূল কি না সেটা বেশির ভাগ মানুষই দেখেন না। তবে শাস্ত্র জানাচ্ছে যে কোনও ভ্রমণ পরিকল্পনা করার ক্ষেত্রে শুভ দিনক্ষণ দেখে নেওয়া জরুরি। বিশেষ করে যাত্রা শুরু ও যে দিন ফিরছেন, সেই দিনটা শুভ কি না সেটা দেখে নেওয়া দরকার। জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৬-এর প্রতি মাসেরই কয়েকটি দিন দূরে ভ্রমণ করার জন্য শুভ নয়।

Advertisement

২০২৬-এর কোন দিনগুলিতে ভ্রমণ করা উচিত নয়?

জানুয়ারি: ১৩, ১৬, ২২, ৩১— বছরের প্রথম মাসের এই চারটি তারিখ যাত্রা শুরুর জন্য শুভ নয়।

ফেব্রুয়ারি: বছরের দ্বিতীয় মাসের ৪, ৭, ৮ এবং ২৫ তারিখ ভ্রমণ করা উচিত হবে না।

মার্চ: মার্চে ভ্রমণের পরিকল্পনা থাকলে ২২, ২৬ ও ২৯ তারিখ বাদ রাখুন।

এপ্রিল: ১৩, ১৬, ২২ এবং ২৫— এপ্রিলের এই চারটি তারিখ যাত্রা শুরুর জন্য অশুভ মনে করা হচ্ছে।

মে: মে মাসের ৪, ৭, ৮ ও ১৩ তারিখ ভ্রমণের পরিকল্পনা থেকে বাতিল রাখাই ভাল হবে।

জুন: বছরের ষষ্ঠ মাসের ২২, ২৬, ২৭ ও ২৯ তারিখ যাত্রা শুরু করার জন্য ভাল দেখাচ্ছে না।

জুলাই: ৪, ৭, ৮, ১৫— জুলাইয়ের এই চারটি তারিখে ভ্রমণ না করাই ভাল হবে বলে মনে করা হচ্ছে।

অগস্ট: অগস্টের ১৬, ২২, ২৫ ও ২৬ তারিখ ভ্রমণ করবেন না।

সেপ্টেম্বর: সেপ্টেম্বরে ভ্রমণের পরিকল্পনা থাকলে, ১৩, ১৬, ২৬ ও ২৯ তারিখ যাত্রা শুরু করা এড়িয়ে চলুন।

অক্টোবর: ৭, ৮, ২৬, ৩১— অক্টোবরের এই চারটি তারিখে ভ্রমণ না করাই ভাল হবে।

নভেম্বর: নভেম্বরের ১৩, ১৬ ও ২২ তারিখ ভ্রমণের পরিকল্পনা করবেন না।

ডিসেম্বর: বছরের শেষ মাসের ১৬, ২২ এবং ২৭ যাত্রা শুরুর জন্য শুভ নয়।

Advertisement
আরও পড়ুন