Diamond Wearing Astrology

হিরের ঝলকে কপাল চমকায়, পাওয়া যায় দারুণ ফল! দামি এই রত্ন পাঁচ রাশির জীবনে নিয়ে আসে সুখের সময়

কিছু রাশি এমনও রয়েছে, হিরে যাদের ভাগ্য চকচকে করে। হিরে এই সকল রাশির জীবন বদলে দিতে সক্ষম।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৬:৪৪

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিরে যে কেবল দেখতেই সুন্দর তা নয়, এই রত্ন আমাদের ভাগ্যের হাল বদলে দিতেও সক্ষম। হিরের ঔজ্জ্বল্য কপালের হাল বদলে দিতে সক্ষম। তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেশ কিছু রাশি রয়েছে যাদের জন্য হিরে শুভ নয়। হিরে পরলে এদের খারাপ হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু কিছু রাশি এই তালিকার বিপরীত দিকে রয়েছে। হিরে এই সকল রাশির জীবন বদলে দিতে সক্ষম। জেনে নিন সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে।

Advertisement

কাদের ভাগ্যে হিরে খুব ভাল সহ্য হয়?

বৃষ: হিরে পরলে বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যায়। এঁদের শায়িত ভাগ্য জাগ্রত হয়। কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি পায়। ফলত কর্মক্ষেত্রে উন্নতি পেতে সুবিধা হয়। পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়। জীবনে সমৃদ্ধি আসে। সাংসারিক ক্ষেত্রেও সুখ-শান্তি বজায় থাকে।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও হিরে শুভ। এঁদের বাচনক্ষমতা উন্নত হয়। এর ফলে এঁরা যে কোনও কঠিন পরিস্থিতিকে কথা বলার ক্ষমতার মাধ্যমে সহজ করে তুলতে পারেন। কর্মক্ষেত্রে সকলে এঁদের কথার ভক্ত হয়ে ওঠেন। যে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

কন্যা: হিরে কন্যা রাশির জীবনেও সুপরিবর্তন বয়ে আনে। এই রাশির ব্যক্তিরা সাধারণত সব কাজ নিঁখুত ভাবে করতে পছন্দ করেন। হিরে এঁদের সেই আকাঙ্ক্ষা মেটাতে কার্যকরী। এই রত্ন ধারণে কন্যা রাশির ব্যক্তিদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যে কোনও কাজের প্রতি একাগ্রতাও বৃদ্ধি পায়। ফলে এঁরা জীবনে নানা দিক থেকে সফলতা লাভ করেন।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকারাও হিরে ধারণে লাভবান হন। এই রাশির ব্যক্তিরা সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। হিরে তাঁদের সেই কাজ করতে সাহায্য করে। হিরে ধারণে এঁদের সার্বিক জ্ঞান বৃদ্ধি পায়। ফলত এঁরা যে কোনও জটিল সিদ্ধান্ত সহজেই নিতে পারেন। আশপাশের মানুষদের সঙ্গে সম্পর্কেরও উন্নতি ঘটে।

কুম্ভ: হিরে কুম্ভ রাশির ব্যক্তিদের জন্যও অত্যন্ত শুভ। এই রাশির ব্যক্তিদের সৃজনশীল চিন্তাধারায় অন্য মাত্রা এনে দেয় হিরে। ফলত এঁরা কর্মক্ষেত্রে প্রচুর নামযশ লাভ করেন। এরই সঙ্গে পরিবারের সকলের সঙ্গেও এঁদের সম্পর্কের বন্ধন দৃঢ় হয় হিরের গুণে। হিরে পরলে বাড়িতে ও বাইরে, উভয় ক্ষেত্রেই শুভ ফল পান এঁরা।

Advertisement
আরও পড়ুন