Astrological Benefits of Tulsi

ভগবান বিষ্ণুর কৃপা পেতে কার্তিক মাস জুড়ে পালন করুন তুলসী সম্পর্কিত চার টোটকা, জীবনে আসবে উন্নতির জোয়ার

তুলসীগাছ হোক বা তুলসীপাতা, দুই-ই আমাদের নানা কাজে লাগে। স্বাস্থ্যের মান ভাল রাখা থেকে পুজোআচ্চার কাজ— সবেতেই তুলসীর গুরুত্ব প্রভূত। বাড়িতে তুলসীগাছ রাখার গুণও অনেক।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:০০
tulsi mancha

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে তুলসীগাছের মাহাত্ম্য বিশেষ। শাস্ত্র অনুসারে তুলসী ভগবান বিষ্ণুরই রূপ। সেই কারণে জ্যোতিষীরা প্রতি হিন্দু বাড়িতে তুলসীগাছ রাখার কথা জানান। বিশ্বাস করা হয় যে, তুলসীগাছে প্রতি দিন জল দিলে এবং প্রতি সন্ধ্যায় তুলসীগাছের সামনে প্রদীপ জ্বালালে ভাগ্যের উন্নতি হয়। তুলসীগাছ হোক বা তুলসীপাতা, দুই-ই আমাদের নানা কাজে লাগে। স্বাস্থ্যের মান ভাল রাখা থেকে পুজোআচ্চার কাজ— সবেতেই তুলসীর গুরুত্ব প্রভূত। বাড়িতে তুলসীগাছ রাখার গুণও অনেক। ১৯ অক্টোবর থেকে শুরু হবে কার্তিক মাস, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই মাস জুড়ে যদি তুলসী সম্পর্কিত বিশেষ কিছু টোটকা পালন করা যায় তা হলে ভাগ্যের উন্নতি ঘটে। জেনে নিন কী কী উপায় পালন করবেন।

Advertisement

উপায়:

  • কার্তিক মাস জুড়ে প্রতি দিন সকালে ও সন্ধ্যাবেলা শুদ্ধ বসনে তুলসীগাছের পুজো করুন এবং গাছের গোড়ায় জল দিন।
  • প্রতি দিন সন্ধ্যাবেলা তুলসীগাছের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। সঙ্গে ধূপকাঠিও জ্বালিয়ে মনোস্কামনা জানান।
  • প্রতি সন্ধ্যায় বিষ্ণুমন্ত্র জপ করতে করতে সাত বার তুলসী গাছটিকে প্রদক্ষিণ করতে পারলে খুব ভাল হয়। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। এরই সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপাও প্রাপ্ত হয়। অর্থসমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  • এই মাসে বিষ্ণুর পুজো করতে পারলে খুব ভাল হয়। প্রভু বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় তাতে তুলসীপাতা অবশ্যই রাখুন। না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায় বলে বিশ্বাস করা হয়।
Advertisement
আরও পড়ুন