Lucky Zodiac Signs of Durga Puja 2025

মা দুর্গার কৃপায় ফুলেফেঁপে উঠবেন, এ বার পুজোয় রাজত্ব করবেন পাঁচ রাশি! অর্থ থেকে প্রেম, সবেতেই শীর্ষে থাকবেন

সকলেরই যে পুজো ভাল কাটে তা নয়। কারও ভাল কাটে, কারও খারাপ। শাস্ত্র জানাচ্ছে এ বছরের পুজো খুব ভাল কাটতে চলেছে পাঁচ রাশির।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৫

—প্রতীকী ছবি।

দুর্গাপুজো আসন্ন দ্বারে। প্রায় সকল বাঙালি হিন্দুর মনেই লেগে গিয়েছে পুজোর হাওয়া। কবে কোথায় ঠাকুর দেখতে যাবেন, কোন দিন কোন জামা পরবেন প্রভৃতি নানা পরিকল্পনা জোরকদমে চলছে। পুজোর আগে থেকেই সকলে ভাবতে বসেন এবারের পুজোটা কেমন কাটবে। পুজোর পাঁচটি দিন সকলেই হুল্লোড় করে কাটাতে চান। কিন্তু সকলেরই যে পুজো ভাল কাটে তা নয়। কারও ভাল কাটে, কারও খারাপ। শাস্ত্র জানাচ্ছে এ বছরের পুজো খুব ভাল কাটতে চলেছে পাঁচ রাশির।

Advertisement

কোন পাঁচ রাশির এই বছরের পুজো ভাল কাটবে?

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের এই বছরের পুজো খুব ভাল কাটবে। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে খুব ভাল সময় কাটবে। দাম্পত্যক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সব মিলিয়ে দুর্গাপুজোর সময়টা বৃষ রাশির জন্য খুব ভাল কাটবে।

মিথুন: মা দুর্গা মিথুন রাশির ব্যক্তিদের জন্য সুখের সময় নিয়ে আসছেন। মহালয়ার পরেই আটকে থাকা কাজ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। পুজোর পাঁচ দিন কাজের চাপে হয়রান হতে হবে না। কাছের মানুষদের সঙ্গে শারদোৎসবের দিনগুলি আনন্দে কাটাতে পারবেন।

সিংহ: পুজোর আগেই সিংহ রাশির ব্যক্তিদের কাজের জায়গায় পদোন্নতি হতে পারে। একই সঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলবে। সমাজে নাম-যশ বৃদ্ধি পাবে। সন্তানের কাজে গর্বিত বোধ করবেন। পুজোর পাঁচ দিন পরিবারের সঙ্গে আনন্দে কাটবে।

কন্যা: কন্যা রাশির ব্যক্তিদের সাহস আগের থেকে বৃদ্ধি পাবে। এর ফলে অসমাপ্ত কাজ সেরে ফেলতে পারবেন কন্যা রাশির ব্যক্তিরা। প্রেমের দিক থেকে দারুণ ফলপ্রাপ্তি ঘটবে। মনের মানুষের হাত ধরে পুজোটা খুব ভাল কাটতে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে উন্নত হবে।

ধনু: মা দুর্গার আশীর্বাদে ধনু রাশিরও সুখের সময় শুরু হবে। কাজে পদোন্নতির সুযোগ পাবেন। সহকর্মীরা আপনার গুণগান গাইবেন। একাধিক দিক থেকে ভাল খবর আসতে পারে। সন্তানের কাজে গর্বিত বোধ করবেন। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পুজোটা পরিবারের সকলের সঙ্গে আনন্দ-সহ কাটবে।

Advertisement
আরও পড়ুন