Mercury Retrograde November 2025

প্রাক্তনের কাছে ফিরে যেতে মন চাইছে? মেজাজ সর্বদাই সপ্তমে? বক্রী বুধ কলকাঠি নাড়ছে না তো! রক্ষা পেতে মানুন প্রতিকার

বুধ বক্রী হওয়ার ফলে ভালর থেকে খারাপই বেশি হয়। এর প্রভাব যে ব্যক্তির জীবনের উপর পড়ে, তাঁর ছন্দপতন হওয়া অস্বাভাবিক কিছু নয়। জীবনে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:২৫
Mercury Retrograde November 2025

—প্রতীকী ছবি।

কালের নিয়মে সব গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি ও গতি পরিবর্তন করে। বর্তমানে বক্রগতি প্রাপ্ত হয়েছে বুধ। ১০ নভেম্বর ২০২৫ থেকে বাঁকা পথে চলা শুরু করেছে এই গ্রহ। নভেম্বরের ২৯ তারিখ পর্যন্ত এই গতিতেই থাকবে। এই সময়কালে প্রত্যেক রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তবে বুধ বক্রী হওয়ার ফলে ভালর থেকে খারাপই বেশি হয়। এর প্রভাব যে ব্যক্তির জীবনের উপর পড়ে, তাঁর ছন্দপতন হওয়া অস্বাভাবিক কিছু নয়। জীবনে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। এই ২০ দিন তাই বিশেষ কিছু লক্ষণ দেখতে পেলেই বুঝবেন বুধ আপনার রাশিতে বক্রী হয়েছে। সেই অনুযায়ী প্রতিকার পালন করলে ফলের পরিবর্তন ঘটতে পারে।

Advertisement

লক্ষণ:

১. বুধ বক্রী হলে আমরা মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সর্বদা অবচেতনে ডুবে থাকি। কী নিয়ে ভাবছি তা নিজেরাও ঠাহর করে উঠতে পারি না। মনমেজাজ সর্বদা খিটখিটে হয়ে থাকে।

২. বেশির ভাগ ক্ষেত্রে রাগের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। যে কারও উপর, কোনও কারণ ছাড়াই চিৎকার করে ফেলি। ছোটখাটো বিষয়ে মাথা গরম হয়ে যায়। মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। অনেককে মানসিক অবসাদেও ভুগতে দেখা যায়।

৩. বুধ বক্রীর প্রভাব সম্পর্কের জন্য খুবই ক্ষতিকারক। সঙ্গীর সঙ্গে কোনও কারণ ছাড়াই ঝগড়া হয়ে যায়। ভুল বোঝাবুঝি এমন মাত্রায় পৌঁছোয় যে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

৪. এই সময় অনেককে বর্তমান ভুলে অতীতের পিছনে ছুটতে দেখা যায়। ছেড়ে আসা প্রেমের দিকে বার বার ফিরে তাকাতে মন চায়। সেই ইচ্ছার বশে অনেকে নানা ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন। যত দিনে হুঁশ ফেরে, তখন আর কিছু করার থাকে না।

প্রতিকার:

  • উপরিউক্ত যে কোনও লক্ষণ দেখতে পেলেই সতর্ক হতে হবে। না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। সচেতন থাকার সঙ্গে সঙ্গে সহজ কয়েকটি আচার পালনে ক্ষতিকারক এই প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব।
  • যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। যে কারও সঙ্গে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলতে হবে। বিশেষ করে কোনও চুক্তিতে সই করার আগে, কোনও মেসেজ বা ইমেলের উত্তর দেওয়ার সময় ভেবেচিন্তে দিতে হবে।
  • আপনার নেগেটিভ অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে এমন পরিস্থিতি, আলোচনা এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে আপনারই ভাল হবে। কর্মক্ষেত্রেও যতটা সম্ভব চুপচাপ নিজের কাজ করে বেরিয়ে আসুন।
Advertisement
আরও পড়ুন