Astrological Indicators for Lottery Success

প্রতি বার লটারি কেটে হতাশা নিয়ে ফিরতে হয়? পাঁচ উপায় পালন করে দেখুন, কেটে যেতে পারে লটারির অমানিশা

লটারি কাটলেই যে টাকা পাওয়া যাবে সেটা কেউ বলতে পারেন না। পুরোটাই নির্ভর করছে সেই দিন আপনার কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটির উপর। তবে লটারি কাটার আগে যদি বিশেষ কিছু উপায় পালন করা যায়, তা হলে লাভের মুখ দেখার সম্ভাবনা বৃদ্ধি পায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১২:০০
lottery

—প্রতীকী ছবি।

বহু মানুষই লটারি কেটে নিজের ভাগ্য যাচাই করে দেখতে চান। কিন্তু সব সময় মন সে বিষয়ে সায় দেয় না। টাকা হারানোর ভয়ে তাই আমরা পিছিয়ে আসি। লটারি কেটে হঠাৎই প্রচুর টাকার মালিক হওয়া যায় ঠিকই। কিন্তু লটারি কাটলেই যে টাকা পাওয়া যাবে সেটা কেউ বলতে পারেন না। পুরোটাই নির্ভর করছে সেই দিন আপনার কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটির উপর। তবে লটারি কাটার আগে যদি বিশেষ কিছু উপায় পালন করা যায়, তা হলে লাভের মুখ দেখার সম্ভাবনা বৃদ্ধি পায়। সহজ কিছু টোটকা পালনের দ্বারা লটারি ভাগ্য বদলানো সম্ভব। সেগুলি কী জেনে নিন।

Advertisement

উপায়:

১. প্রতি রবিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে, শুদ্ধ বসনে সূর্যপ্রণাম করুন। সূর্যমন্ত্র জপ করুন। তার পর সেই দিন বেলার দিকে লটারি কাটতে যান। এর ফলে প্রাপ্তিযোগ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

২. রবিবার করে দুঃস্থ শিশুদের মিষ্টিজাতীয় কোনও খাবার দান করুন। এ ছাড়া বিশেষ দিনগুলিতে সাধ্যমতো জিনিস শুদ্ধ মনে দান করুন। ফলের আশা রেখে দান করবেন না, নিঃস্বার্থ ভাবে দান করতে হবে। নচেৎ প্রাপ্তিভাগ্য উন্নত হবে না।

৩. লক্ষ্মীর মন্ত্র জপ করুন। প্রতি দিন সকালে ঘুম থেকে ওঠার পর বা ঘুমোতে যাওয়ার আগে পা মুড়ে বসে একমনে দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করতে হবে। এর ফলে লক্ষ্মীদেবীর কৃপা লাভ করবেন ও অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

৪. প্রবাহিত জলে নারকেল ও ফুল নিয়ে ভাসিয়ে দিন। এর ফলেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

৫. লটারি কাটতে যাওয়ার সময় লাল রঙের জামা পরে যান। সেটি করা সম্ভব না হলে লাল রঙের রুমাল বা ছোট্ট কাপড়ের টুকরোও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। লটারিপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Advertisement
আরও পড়ুন