Auspicious Things to Add in Diya

কেবল প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়, তাতে দিন হেঁশেলের অতি পরিচিত পাঁচ জিনিস, ভাগ্যের আঁধার কেটে উঠবে সুখের সূর্য

প্রদীপের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে জ্বালালে নানা সমস্যার হাত থেকে মুক্তি মেলে। জীবনে খুশির অন্ত থাকে না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৮
diya

—প্রতীকী ছবি।

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই ঈশ্বরের আরাধনা করার সময় প্রদীপ জ্বালানো হয়। এ ছাড়া সন্ধ্যাবেলা তুলসীমঞ্চে প্রদীপ জ্বালানোর প্রচলনও আমাদের মধ্যে রয়েছে। এর ফলে দেবতারা তুষ্ট হন ও বাড়িতে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটে বলে বিশ্বাস করা হয়। কিন্তু কেবল প্রদীপ নয়, সেটির মধ্যে যদি বিশেষ কিছু জিনিস দিয়ে জ্বালানো যায় তা হলে খুব ভাল ফল পাওয়া যায়। প্রদীপের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে জ্বালালে নানা সমস্যার হাত থেকে মুক্তি মেলে। জীবনে খুশির অন্ত থাকে না। কোন কোন জিনিস দিতে হবে জেনে নিন।

Advertisement

প্রদীপে কোন জিনিসগুলি দিয়ে জ্বালালে বিশেষ ভাল ফল পাওয়া যায়?

লবঙ্গ: শাস্ত্রমতে লবঙ্গ হল সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালানোর ফলে জীবনে সমৃদ্ধি লাভ করা যায়। অর্থকষ্ট দূর হয়। আয়ের নতুন উৎসের সন্ধান পাওয়া যায়।

এলাচ: এলাচকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। সেই কারণে যে কোনও শুভ কাজে বেরোনোর সময় মুখে এলাচ দিয়ে বেরোতে বলা হয়। প্রদীপে এলাচ দিয়ে জ্বালানোর ফলে সংসারে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে।

কেশর: প্রদীপে কেশর দিয়ে জ্বালানোর গুণও অনেক। এর ফলে সংসারে ঝগড়া-অশান্তি কমে। শান্তিময় পরিবেশ বিরাজ করে।

চাল: চালকে মা লক্ষ্মীর অংশ মনে করা হয়। প্রদীপে চাল, বিশেষ করে আতপ চাল ও একটা এক টাকার কয়েন দিয়ে জ্বালালে বাড়িতে খাদ্যের অভাব হয় না। সেই বাড়ির সদস্যদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে।

হলুদ: প্রদীপে হলুদ দিয়ে জ্বালানোও অত্যন্ত শুভ। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়। রোগব্যাধির পরিমাণ কমে। পজ়িটিভ শক্তি প্রবাহিত হয়।

Advertisement
আরও পড়ুন