January 2026 Prediction

বিচ্ছেদের আশঙ্কা, কর্মক্ষেত্রেও শান্তি মিলবে না! বছরের প্রথম মাসেই কপাল পুড়তে পারে তিন রাশির

প্রথম মাস ভাল কাটলে মনে হয় বছরটাও ভালই কাটবে। কিন্তু প্রথমেই যদি কিছু গন্ডগোল ঘটে যায় তখন মন ভেঙে যায়। বছর ঘিরে থাকা সকল প্রত্যাশার মৃত্যু ঘটে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৭:২৫
astro

—প্রতীকী ছবি।

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। নতুন বছর মানেই জীবনেরও নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটা। জানুয়ারি মাসটা তাই সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরের শুরুতে আমাদের মধ্যে ভাগ্য বদলে ফেলার একটা উদ্যম কাজ করে। প্রথম মাস ভাল কাটলে মনে হয় বছরটাও ভালই কাটবে। কিন্তু প্রথমেই যদি কিছু গন্ডগোল ঘটে যায় তখন মন ভেঙে যায়। বছর ঘিরে থাকা সকল প্রত্যাশার মৃত্যু ঘটে। কিন্তু শাস্ত্র জানাচ্ছে একটা মাস খারাপ কাটবে মানে যে গোটা বছরটাই মন্দ হবে সেই ভাবনা ঠিক নয়। আশা ও পজ়িটিভ ভাবনা সঙ্গে নিয়ে চললে ভাল নিশ্চয়ই হবে। চলতি মাসে সমস্যায় পড়তে পারেন তিন রাশির ব্যক্তিরা। কিন্তু বাকি মাসগুলোয় ভাগ্যের সঙ্গ পেলেও পেতে পারেন। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

Advertisement

জানুয়ারি কাদের ভাল কাটবে না?

মিথুন: জানুয়ারি মাসটা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ঝামেলার হতে পারে। মনের মতো ফল পাবেন না। পরিশ্রমের পরেও কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কথা শুনতে হতে পারে। পদে পদে সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসার সঙ্গে যুক্তরাও নানা দিক থেকে ঝামেলায় পড়তে পারেন। কর্মচারীদের সঙ্গে অযথা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। ধৈর্য ধরে চলুন। অবস্থার পরিবর্তন ঘটবে।

কর্কট: ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। জানুয়ারিতে এই রাশির ব্যক্তিদের সম্পর্ক এমন দিকে ঘুরে যেতে পারে, যা তাঁরা কল্পনাও করতে পারছেন না। সেখান থেকেই শুরু হবে সমস্যা। আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে। না হলে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।

বৃশ্চিক: জানুয়ারিতে বৃশ্চিক জাতক-জাতিকাদের নানা দিক দিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ব্যক্তিগত জীবন থেকে পেশাজীবন, এমনকি স্বাস্থ্যহানির আশঙ্কাও দেখা যাচ্ছে। বিশেষ কাজ না করেও সারা দিন ক্লান্তি বোধ করবেন। কাজ করার ইচ্ছা চলে যাবে। ফলত পেশার ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। কাজের চাপে শান্তি বিঘ্নিত হবে। সেই কারণে ব্যক্তিগত ক্ষেত্রেও অশান্তি লেগেই থাকবে।

Advertisement
আরও পড়ুন