Aparajita Flower Upay

মহাদেব ও শনিদেবের প্রিয় অপরাজিতা ভাগ্যের ভোল বদলাতে সক্ষম! নীল ফুলের জাদুতে অর্থকষ্ট নাশ হয়, জীবনে আসে উন্নতি

শাস্ত্রমতে, প্রত্যেকটি হিন্দু বাড়িতে অপরাজিতা গাছ রাখা উচিত। এতে ভাগ্যের সদ্‌গতি হয়। তবে সেটি সঠিক দিকে লাগাতে হবে। এ ছাড়া বিশেষ কিছু উপায় রয়েছে যা অপরাজিতা ফুল-সহ পালন করলে খুব ভাল ফল পাওয়া যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১১:৩১
aparajita

—প্রতীকী ছবি।

হিন্দু ধর্মে নানা ফুলেরই বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে একটি হল অপরাজিতা। লতানো গাছে জন্মানো নীল রঙের এই ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের। সোমবার করে উপবাস রেখে বেলপাতা ও অপরাজিতা ফুল সহযোগে শিবের আরাধনা করলে খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে, প্রত্যেকটি হিন্দু বাড়িতে অপরাজিতা গাছ রাখা উচিত। এতে ভাগ্যের সদ্‌গতি হয়। তবে সেটি সঠিক দিকে লাগাতে হবে। এ ছাড়া বিশেষ কিছু উপায় রয়েছে যা অপরাজিতা ফুল-সহ পালন করলে খুব ভাল ফল পাওয়া যায়। জেনে নিন উপায়গুলি কী কী।

Advertisement

অপরাজিতা ফুলের উপায়:

১. বহু চেষ্টার পরও মনের মতো চাকরি পাচ্ছেন না? ইন্টারভিউয়ের আগের দিন পাঁচটি অপরাজিতা ফুল ও পাঁচ টুকরো ফিটকিরি নিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিন। পর দিন ইন্টারভিউয়ে যাওয়ার সময় ফুল পাঁচটি সেখান থেকে তুলে আপনার কাছে রেখে দিন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ইন্টারভিউয়ে সফলতা প্রাপ্তিতে সাহায্য হবে।

২. অর্থভাগ্য উন্নত করতে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে হনুমানজিকে অপরাজিতা ফুল অর্পণ করুন।

৩. ঋণের বোঝা কমাতে শনিবার তিনটি অপরাজিতা ফুল নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। পর পর তিনটি শনিবার এই কাজটি করতে হবে। ফল বুঝতে পারবেন।

৪. বহু পরিশ্রমের পরও যদি মনের মতো টাকা আয় না হয়, সে ক্ষেত্রে প্রতি সোমবার উপবাস রেখে মহাদেবের পুজো করুন ও তাঁকে একটি করে অপরাজিতা ফুল নিবেদন করুন। এর পর হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মন্ত্রপাঠের পর অপরাজিতা ফুলটি নিয়ে টাকা রাখার স্থানে রেখে দিন। প্রতি সপ্তাহে সোমবার এই কাজটি করতে থাকুন। উপার্জনের নতুন পথ পাবেন। অর্থকষ্ট পিছু ছাড়বে।

৫. শনিদেবও অপরাজিতা ফুল খুব পছন্দ করেন। শনির দশা থেকে মুক্তি পেতে শনিবার করে ২১টি অপরাজিতা ফুল শনিমন্দিরে নিবেদন করুন। খুব ভাল ফল পাবেন।

৬. অপরাজিতা গাছের শিকড়ের টুকরো নীল কাপড়ে বেঁধে কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় ঝুলিয়ে রাখুন। উন্নতি কেউ আটকাতে পারবে না।

৭. ইচ্ছাপূরণের জন্য দেবী দুর্গা, মহাদেব ও শ্রীবিষ্ণুকে একটি করে অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন ও মনের ইচ্ছা জানান। নিষ্ঠাভরে এই কাজটি করতে পারলে মনোস্কামনা পূরণ হবেই।

Advertisement
আরও পড়ুন