How To Gain Respect

অফিসে প্রতি দিন বসের কাছে অপমানিত হতে হয়? সহকর্মীরাও ঠিক করে কথা বলেন না? মান বাড়াতে সাতটি উপায় মেনে চলুন

কথায় কথায় অপমানিত হতে হলে কাজে তো মন বসেই না, পৃথিবীটা অন্ধকার মনে হয়। শাস্ত্র মনে করছে এর নেপথ্যেও রয়েছে কিছু গ্রহের কারসাজি।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১১:৪৫
boss scolding coworker

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মান-অপমান এমন দুটো শব্দ যা আমাদের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। কোথাও সম্মানিত হলে বা কাজের যোগ্য মর্যাদা পেলে আমাদের মন খুশি হয়ে যায়। কাজ করার আগ্রহ বৃদ্ধি পায়। আর কথায় কথায় অপমানিত হতে হলে কাজে তো মন বসেই না, পৃথিবীটা অন্ধকার মনে হয়। শাস্ত্র মনে করছে এর নেপথ্যেও রয়েছে কিছু গ্রহের কারসাজি। কিছু গ্রহের অবস্থানের জন্য আমাদের ঘন ঘন অপমানের সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্রে এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য বিশেষ কিছু উপচারের কথা বলা রয়েছে।

Advertisement

উপচারগুলো কী কী:

১) প্রতি মঙ্গলবার এবং শনিবার কমলা রঙের সিঁদুর হনুমানজিকে নিবেদন করুন। এরই সঙ্গে লাড্ডু ভোগ দিয়ে তাঁর পুজো করুন। পুজোর শেষে ওই সিঁদুর নিয়ে কপালে তিলক লাগান।

২) প্রতি দিন সকালবেলা সূর্যপ্রণাম করলে সমাজে মানসম্মান বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

৩) প্রতি রবিবার নিরামিষ আহার গ্রহণ করুন।

৪) রবিবার দিন কোনও গরিব-দুঃখীকে কালো রঙের যে কোনও বস্তু দান করুন।

৫) চারটে পরিষ্কার সাদা কাপড়ের টুকরো এবং চারটে কয়লার টুকরো নিন। তার পর সেই সাদা কাপড়ের একটা টুকরো রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নীচে রেখে দিন। সকালে উঠে সেই কাপড়ের মধ্যে একটা কয়লার টুকরো রেখে ভাল ভাবে সেটাকে বেঁধে যে কোনও গাছের তলায় পুঁতে দিন। এই কাজটি পর পর চারটে রবিবার করে দেখুন, উপকার পাবেন। তবে সকালে ঘুম থেকে উঠে অন্য কিছু করার আগে এই কাজটি করতে হবে।

৬) যে কোনও লাল রঙের জিনিস মন্দিরে দান করুন।

৭) একটা নিখুঁত নারকেল নিজের মাথার ওপর ঘড়ির কাঁটার দিকে সাত বার ঘুরিয়ে নিয়ে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই কাজটি দু’-তিন মাস অন্তর এক বার করে করুন। উপকৃত হবেন।

Advertisement
আরও পড়ুন