Money Attraction Tips

প্রচুর পরিশ্রম করেও মনের মতো উপার্জন হচ্ছে না? পাঁচ সহজ উপায় মানলেই ঝলমল করবে অর্থভাগ্য

হাতে টাকা না থাকলে কোনও কিছুই ভাল লাগে না। কোনও কাজে মনও বসতে চায় না। বহু মানুষই দৈনিক যা পরিশ্রম করেন, সেই তুলনায় আয় করেন না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৬:১০
money astrology

—প্রতীকী ছবি।

সব মানুষই নিজের অর্থভাগ্য উন্নত করতে চান। টাকার সমস্যা বড় সমস্যা। হাতে টাকা না থাকলে কোনও কিছুই ভাল লাগে না। কোনও কাজে মনও বসতে চায় না। বহু মানুষই দৈনিক যা পরিশ্রম করেন, সেই তুলনায় আয় করেন না। ফলত কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলেন। বহু চেষ্টার পরও অর্থভাগ্যে পরিবর্তন আনতে পারেন না। তবে কিছু উপায় পালন করলে ও ভাবনাধারায় পরিবর্তন আনতে পারলে অর্থভাগ্য উন্নত করা সম্ভব বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

উপায়:

১. নেগেটিভ চিন্তাভাবনা বর্জন করতে হবে। শাস্ত্র জানাচ্ছে, আপনি যদি সর্বদা নিজের মনে মনে টাকা নেই, টাকা নেই বলে চলেন তা হলে টাকা কখনওই আপনার কাছে আসবে না। এলেও থাকবে না। পজ়িটিভ চিন্তা বজায় রাখতে হবে। অভাব নয়, প্রাচুর্য নিয়ে ভাবুন। মনে দৃঢ় বিশ্বাস রাখুন যে অর্থভাগ্য এক দিন না এক দিন ঠিক বদলাবে।

২. বাড়ির উত্তর ও উত্তর-পূর্ব দিক সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এই দুই দিককে সম্পদের দিক মনে করা হয়। এই স্থান অপরিষ্কার থাকলে অর্থভাগ্যের উন্নতি না হওয়াই স্বাভাবিক।

৩. ঘরের দক্ষিণ-পূর্ব কোণে লক্ষ্মীদেবীর ছবি বা মূর্তি স্থাপন করুন। এতে ভাগ্যের সদ্‌গতি হবে নিশ্চিত।

৪. মন থেকে ঈর্ষা, ভয়, সন্দেহ প্রভৃতি নেগেটিভ অনুভূতি ত্যাগ করুন। অপরের ভালতে খুশি হতে শিখুন। তা হলে আজ যেমন তাঁর হচ্ছে, কাল গিয়ে আপনারও হবে। ঈর্ষা, ভয়, সন্দেহ জাতীয় খারাপ অনুভূতির কারণে আমরা অনেক চেষ্টা করেও সফলতার দিকে এগিয়ে যেতে পারি না। ব্যর্থ হই।

৫. যে কোনও অর্থ সংক্রান্ত কাগজপত্র ও সঞ্চিত টাকাপয়সা লাল কাপড়ে মুড়ে কাঠের বাক্সের মধ্যে রেখে দিন।

Advertisement
আরও পড়ুন