Planet Inauspicious Effects

বহু চেষ্টার পরও বাড়ির মেয়ের বিয়েতে একের পর এক বাধা আসছে? কোনও গ্রহ কলকাঠি নাড়ছে না তো?

অনেক সময় বহু বছর প্রেম করার পরে, বিয়ের কথা প্রায় পাকা হওয়ার জায়গায় এসে প্রেম ভেস্তে যায়। আবার, দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রেও বাধার পর বাধা আসতেই থাকে। শাস্ত্র জানাচ্ছে, এর নেপথ্যে থাকতে পারে গ্রহের কারসাজি।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৫:৪১
wedding astrology

—প্রতীকী ছবি।

বিয়ে মানে দু’টি মনের মিলন। একই সঙ্গে দু’টি পরিবারের মধ্যেও বন্ধন সৃষ্টি হয় বিয়ের মাধ্যমে। একটা সময়ের পর প্রায় সব বাবা-মা’ই চান তাঁদের সন্তানের বিয়ে দিতে। তবে সেই ইচ্ছা সর্বদা পূরণ হয় না। বহু চেষ্টার পরও দেখা যায় বিয়েতে কিছু না কিছু বাধা এসেই যাচ্ছে। অনেক সময় বহু বছর প্রেম করার পরে, বিয়ের কথা প্রায় পাকা হওয়ার জায়গায় এসে প্রেম ভেস্তে যায়। আবার, দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রেও বাধার পর বাধা আসতেই থাকে। শাস্ত্র জানাচ্ছে, এর নেপথ্যে থাকতে পারে গ্রহের কারসাজি। অনেক ক্ষেত্রে কোষ্ঠীতে গ্রহের খারাপ অবস্থানের কারণে এমনটা হতে দেখা যায়। এর প্রতিকার করার আগে জানতে হবে কোন গ্রহের জন্য এমনটা হচ্ছে। কোন কোন গ্রহ খারাপ অবস্থায় থাকলে বিয়ের সমস্যা হয় জেনে নিন।

Advertisement

কোন কোন গ্রহের ফলে বিয়েতে সমস্যা দেখা দেয়?

শনি: শনি যদি কোষ্ঠীতে দুর্বল থাকে, তা হলে বিয়েতে বাধা আসা খুবই স্বাভাবিক ব্যাপার বলে জানাচ্ছে শাস্ত্র। জন্মছকে সাত নম্বর ঘরে যদি শনি থাকে বা সেই ঘরে সরাসরি ফল দান করলে বিয়ের ক্ষেত্রে সমস্যা হতে দেখা যায়। এই সকল জাতক-জাতিকা নিজেদের কোনও সম্পর্কের বন্ধনে আবদ্ধ করতে ভয় পান। তাই বিয়ের কথা উঠলেই পিছিয়ে আসেন।

মঙ্গল: বিয়ে হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় মঙ্গলের প্রভাবেও। এ ক্ষেত্রে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এই সকল জাতক-জাতিকাদের মাঙ্গলিক হতে দেখা যায়। এর ফলে সম্পর্কে অহংবোধ, রাগ প্রভৃতি কারণের জন্য ঝামেলা লেগেই থাকে। প্রেমময়, শান্ত সম্পর্কে এঁরা থাকতে পারেন না।

রাহু-কেতু: জীবনে যে কোনও সমস্যাতেই রাহু-কেতুর কিছু না কিছু অবদান থাকে। এই দুই গ্রহের প্রভাবে বিয়ের ক্ষেত্রেও সমস্যা হয়। কোষ্ঠীর প্রথম, পঞ্চম ও সপ্তম ঘরে রাহু-কেতু অবস্থান করলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। সম্পর্কে ভুল বোঝাবুঝি লেগেই থাকে, ফলে সেটি বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ভেঙে যায়। রাহুর প্রভাবে অতিরিক্ত আবেগের কারণে সম্পর্কে ছেদ আসতে দেখা যায়। অন্য দিকে কেতু ব্যক্তিকে তাঁর সঙ্গীর থেকে দূরে সরিয়ে আনে।

বৃহস্পতি: বৃহস্পতির কারণেও বিয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে দেখা যায়। শাস্ত্রমতে, মেয়েদের কোষ্ঠীতে বৃহস্পতি শুভ স্থানে থাকলে মনের মতো স্বামী লাভ হয়। কিন্তু দেবগুরু যদি দুর্বল থাকে, সে ক্ষেত্রে জীবনসঙ্গী খুঁজে পেতে সমস্যা হতে দেখা যায়।

শুক্র: শুক্র আমাদের ভালবাসা, সম্পর্ক প্রভৃতির উপর প্রভাব ফেলে। কোষ্ঠীতে এই গ্রহ দুর্বল থাকলে বা এর সঙ্গে কোনও অশুভ গ্রহের অবস্থান থাকলে মনের মতো করে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সমস্যা হয়।

Advertisement
আরও পড়ুন