Astrological Predictions

মে মাসে শত্রুভয় থাকছে কাদের? ঋণের চাপে পড়তে পারেন কারা? রাশি মিলিয়ে দেখে নিন

মে মাসের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্য কী রয়েছে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ০৭:৫৪
astrology

—প্রতীকী ছবি।

জন্মকালীন এবং গোচরকালীন গ্রহের প্রভাব মানবজীবনের প্রত্যেক ঘটনার উপর শুভ বা অশুভ প্রভাব দান করে। মে মাসের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

Advertisement

মে মাসের ঋণ, শত্রু ও প্রতিযোগিতা:

মেষ রাশি: ঋণ সংক্রান্ত বিষয়ে মাসের প্রথমভাগে সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে শুভ ফল পাবেন। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ, বিশেষ করে মাসের দ্বিতীয়ভাগে খুব ভাল ফল পাবেন।

বৃষ রাশি: ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল পেলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন হবে। ঋণ দান এবং গ্রহণ, উভয় ক্ষেত্রেই বিশেষ সচেতনতা অবলম্বন করে চলা জরুরি।

মিথুন রাশি: মে মাসে মিথুন রাশির ব্যক্তিরা ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথমভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে শুভ ফল লাভ করবেন। যে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে পারেন, জেতার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: মাসের প্রথমভাগে ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে কর্কট রাশির ব্যক্তিদের আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।

সিংহ রাশি: মে মাসে সিংহ রাশির জীবনে শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে সমস্যা না থাকলেও, মাসের প্রথমভাগে ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। পরবর্তী ভাগে সমস্যা থাকবে না, শুভ ফল পাবেন।

কন্যা রাশি: ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথমভাগ শুভ হলেও, দ্বিতীয়ভাগে ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিযোগিতার ক্ষেত্রে সারা মাস জুড়েই বিশেষ শুভ ফল প্রাপ্তি হতে পারে।

তুলা রাশি: মে মাসে তুলা রাশির জাতক-জাতিকাদের ঋণ শত্রু সংক্রান্ত বিষয়ে নাজেহাল হওয়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে।

বৃশ্চিক রাশি: মাসের প্রথমভাগ ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে দ্বিতীয়ভাগের তুলনায় বেশি ভাল। পরবর্তী ভাগে সমস্যার জড়িয়ে পড়তে পারেন, তবে বিশেষ চিন্তার কোনও কারণ নেই।

ধনু রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের দ্বিতীয়ভাগ শুভ হলেও, প্রথমভাগে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রেও দ্বিতীয়ভাগ শুভ।

মকর রাশি: মাসের প্রথমভাগ ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে শুভ হলেও, দ্বিতীয়ভাগে বিশেষ সচেতনতা মেনে চলা জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রেও প্রথমভাগ, দ্বিতীয়ভাগের তুলনায় শুভ।

কুম্ভ রাশি: মে মাসে কুম্ভ রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা কম। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফল লাভ করবেন।

মীন রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে নাজেহাল হওয়ার আশঙ্কা কম। প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন।

জন্মকালীন গ্রহের প্রভাব, দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।

Advertisement
আরও পড়ুন