—প্রতীকী ছবি।
জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হল হস্তরেখাবিদ্যা। এর সাহায্যে আমাদের হাতে থাকা নানা দাগের বিচার করে ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া যায়। তালুতে কিছু দাগ থাকা যেমন ভাল, তেমনই নানা দাগ ভবিষ্যতের কিছু অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। কয়েকটি চিহ্ন রয়েছে যা আমাদের হাতের পাতায় থাকা অত্যন্ত অশুভ। সেগুলি আমাদের সঙ্গে ঘটতে চলা নানা বিপদের কথা বোঝায়। কোন দাগগুলি থাকলে সতর্ক হবেন।
তালুতে কোন দাগগুলি থাকা অশুভ?
ক্রস: হাতের পাতায় ক্রস চিহ্ন থাকা মোটেই শুভ নয়। হস্তরেখাবিদ্যা মতে, যে ব্যক্তির তালুতে যত ক্রস চিহ্ন থাকে, তাঁকে তত বেশি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। বিশেষ করে শনির পর্বত বা আয়ুর রেখার উপর ক্রস চিহ্ন থাকা মোটেই শুভ নয়। এটি কোনও গুরুতর অসুখে ভোগার আশঙ্কা দেয়। তালুতে এই রকম কোনও চিহ্ন থাকলে শরীর নিয়ে সচেতন হওয়া বাঞ্ছনীয়।
কালো দাগ: তালুতে কালো দাগ থাকাও শুভ নয়। এ ক্ষেত্রে হাতের পাতায় কালো তিল থাকাও অশুভ বলে মনে করা হয়। এই সকল ব্যক্তিকে জীবনের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। এঁরা কোনও কাজই স্বাভাবিক ছন্দে করে উঠতে পারেন না। বিশেষ করে শুক্র পর্বতে কালো দাগ বা তিল থাকলে সম্পর্কক্ষেত্রে সুখ পাওয়া যায় না বলে মনে করা হয়। বিচ্ছেদের আশঙ্কা দেখতে পাওয়া যায়। এই সকল ব্যক্তিদের হতাশায় ভোগার আশঙ্কাও হয় প্রবল।
জাল: তালুতে জাল চিহ্ন থাকা, অর্থাৎ কোনও এক নির্দিষ্ট অংশে অনেকগুলি দাগ একত্রে থাকাও শুভ নয়। এঁদের মানসিক চাপে ভোগার আশঙ্কা দেখা যায়। এঁরা প্রচুর পরিশ্রম করার পরও মনের মতো ফল পান না। হাতের পাতায় থাকা জাল মানসিক অস্থিরতা বৃদ্ধি করে। এই সকল জাতক-জাতিকাদের ধৈর্য হয় কম। যে কোনও বিষয়ে এঁরা রেগে যান।