Astrological Tips for Money

বাড়িতে এই পাঁচটি জিনিস যদি রাখতে পারেন, তা হলে জীবনে কখনও অর্থের অভাব হবে না

যে বাড়িতে লক্ষ্মীদেবী খুশি থাকেন, সেই বাড়িতে ইতিবাচক শক্তিই বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কয়েকটা জিনিস যদি রাখা হয়, তা হলে দেবী লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ এবং ইতিবাচক শক্তি ভরে থাকবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:১৩
Keep these things at your home for attracting wealth

—প্রতীকী ছবি।

জ্যোতিষীরা বলেছেন, যে বাড়িতে দেবী লক্ষ্মী খুশি থাকেন, সেই বাড়িতে কখনও ধনসম্পদের অভাব থাকে না। অনেক বাড়িতে প্রায়ই ঝগড়া-অশান্তি, অভাব-অনটন লেগেই থাকে। সেই বাড়িতে নেতিবাচক শক্তির পরিমাণ খুব বেশি বলেই এই রকম হয়। যে বাড়িতে লক্ষ্মীদেবী খুশি থাকেন, সেই বাড়িতে ইতিবাচক শক্তিই বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কয়েকটা জিনিস যদি রাখা হয়, তা হলে দেবী লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ এবং ইতিবাচক শক্তি ভরে থাকবে।

Advertisement

দেখে নেব জিনিসগুলো কী কী:

১) ক্রিস্টালের পিরামিড- ধনসম্পদের বৃদ্ধি ঘটানোর জন্য বাড়িতে ক্রিস্টালের পিরামিড রাখতে পারেন। এ ছাড়া বাড়িতে এই বস্তু রাখার ফলে মনের সকল ইচ্ছাও পূরণ হয়।

২) হাতি– দেবী লক্ষ্মীর কৃপা পেতে বাড়িতে তামা, পিতল বা রুপোর হাতি রাখতে পারেন। এর ফলে দ্রুত আর্থিক উন্নতিও হয়।

৩) কচ্ছপ– বাড়িতে যে কোনও ধাতুর কচ্ছপ রাখলে সেই বাড়ির আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো। তবে খেয়াল রাখতে হবে কচ্ছপের মুখ যেন বাড়ির ভিতরের দিকে থাকে।

৪) পেঁচা– পেঁচা মা লক্ষ্মীর বাহন। যে বাড়িতে পেঁচার মূর্তি রাখা হয়, সেই বাড়ি ধনসম্পদে ভরে থাকে।

৫) কামধেনু– কামধেনুর মুর্তি বাড়িতে রাখলে বাড়ির ধনসম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ির মানুষদের দীর্ঘ দিনের মনের ইচ্ছাও খুব সহজেই পূরণ হয়।

Advertisement
আরও পড়ুন