ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রত্যেকেই নিজের বাড়িতে শুভ শক্তির সঞ্চার হোক সেটা চান। তবে কেবল চাইলেই হবে না, তার জন্য সঠিক কাজও করতে হবে। বাড়িতে শুভ শক্তির আগমন ঘটানোর প্রধান স্থান হল বাড়ির সদর দরজা। সেই স্থানে তাই কোনও ভুল করা যাবে না। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যাবে। বাড়ির সদর দরজার স্থানটি তাই সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এর সঙ্গে সদর দরজায় কিছু জিনিস রাখতে পারেন যাতে বাড়িতে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে।
বাড়ির সদর দরজায় কী কী রাখতে হবে?
১. সদর দরজার পাশে একটা টুলের উপর একটা কাচের বাটিতে করে রক সল্ট রেখে দিন। প্রতি শনিবার করে পুরনো রক সল্ট ফেলে দিয়ে তাতে পুনরায় নতুন রক সল্ট দিন। অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। যদি কেউ বাড়ির উপর খারাপ নজর দেওয়ার চেষ্টাও করে, রক সল্ট সেটি শোষণ করে নেবে।
২. সদর দরজার উপরে আমপাতা বা গাঁদাফুলের তোরণ ঝোলান। এর ফলে বাড়িতে সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি পাবে।
৩. বাড়িকে কুনজর থেকে বাঁচাতে সদর দরজার সামনে পাতা পাপোশের তলায় ফটকিরির গুঁড়ো রেখে দিন। প্রতি শনিবার করে পুরনো ফটকিরি বদলে নতুন ফটকিরি রাখুন।
৪. মা লক্ষ্মীকে ঘরে ডাকার জন্য সদর দরজার উপরে ৯টি সিঁদুরের ফোঁটা দিন। এতে লক্ষ্মীদেবী অত্যন্ত খুশি হন ও বাড়িতে কখনও ধনসম্পদের অভাব হয় না।