Astrological Significance of Horseshoe

দরজায় ঘোড়ার খুরের নাল ঝোলালে কি সত্যিই সৌভাগ্য বৃদ্ধি পায়? ঝোলানোর নিয়মগুলি কী কী? খোঁজ দিলেন জ্যোতিষী

জীবনে নানা দিক থেকে উন্নতি সাধন করার জন্য অনেকেই ঘোড়ার খুরের নাল ঝোলান। কিন্তু তার নানা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি সঠিক উপায়ে মেনে তবেই প্রবেশদ্বারের উপর ঘোড়ার খুরের নাল ঝোলানো উচিত।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১২:৩৬

—প্রতীকী ছবি।

অনেকেই বাড়ির সদর দরজার উপরে ঘোড়ার খুরের নাল ঝোলান। এর যে কত উপকারিতা তা বহু মানুষের কাছেই অজানা। এটি ঘরে রাখলে ভাগ্য কখনও আপনার সঙ্গ ছাড়বে না। জীবনে নানা দিক থেকে উন্নতি সাধন করবেন। কিন্তু ঘোড়ার খুরের নাল ঝোলানোর নানা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি সঠিক উপায় মেনে তবেই প্রবেশদ্বারের উপর ঘোড়ার খুরের নাল ঝোলাতে হবে। নয়তো মুশকিলে পড়তে পারেন। জেনে নিন বাড়িতে ঘোড়ার খুরের নাল রাখার নিয়ম ও উপকারিতা।

Advertisement

ঘোড়ার খুরের নাল রাখার নিয়ম:

১. প্রবেশদ্বারের উপরের অংশ হল ঘোড়ার খুরের নাল ঝোলানোর জন্য আদর্শ জায়গা। মন চাইলে দরজার ফ্রেমের উপরেও একটি স্থাপন করা যেতে পারে।

২. এটিকে কোনও ভাবে আগুনে পোড়ানো যাবে না। সেটি করলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং লাভের লাভ কিছু হবে না।

৩. বাজারে কালো ঘোড়ার নালের চাহিদা সর্বোত্তম। এই ঘোড়ার খুরের নাল রাখতে পারলে সবথেকে বেশি ভাল ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

৪. ঘোড়ার খুরের নলটির খোলা মুখটি উপরের দিকে রাখবেন। বাস্তুমতে, খোলা মুখটি নীচের দিকে রেখে ঝোলালে বাড়ি থেকে সমস্ত পজ়িটিভ শক্তি পালিয়ে যায়।

৫. এটিতে ময়লা জমতে দেবেন না। সময়ে সময়ে সেটিকে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারলে ভাল হয়।

৬. এটির গায়ে সিঁদুর লাগিয়ে ঝোলাতে হবে।

বাড়িতে ঘোড়ার খুরের নাল রাখার উপকারিতা:

১. বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরীভূত হয় এবং পজ়িটিভ শক্তি বৃদ্ধি পায়।

২. বাড়ির সকলের শরীর-স্বাস্থ্য ভাল থাকে, রোগব্যাধিতে কষ্ট পাওয়ার পরিমাণ কমে যায়।

৩. অর্থকষ্ট দূর হয়, বদলে জীবনে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়।

৪. কুনজর থেকে বাঁচাতে সাহায্য করে ঘোড়ার খুরের নাল।

৫. শনির খারাপ প্রভাব থেকেও রক্ষা করে এই বস্তুটি।

৬. স্বামী-স্ত্রীর সম্পর্কের তিক্ততা কমে গিয়ে সম্পর্কে মধুর সময় শুরু হয়।

Advertisement
আরও পড়ুন